Alexa বিরুষ্কার বিয়ের পরের কিছু ছবি

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বিরুষ্কার বিয়ের পরের কিছু ছবি

 প্রকাশিত: ০৯:৪১ ২০ ডিসেম্বর ২০১৭  

ছবি সংগৃহীত

ছবি সংগৃহীত

ইতালির তাস্কানিতে বিরাট কোহলি ও অনুশকা শর্মার বিয়ের দশ দিনও হয়নি। ইতোমধ্যেই তাদের বিয়ের ছবি ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। বরফে ঘেরা পাহাড়ের কোলে দুই ‘লভবার্ড’-এর হানিমুনের ছবিও শেয়ার করেছেন অনুশকা। বিরুষ্কার আরো কয়েকটি ছবি নতুন করে ঝড় তুলেছে ওয়েব দুনিয়ায়।

বিয়ের পরদিন তোলা এই ছবিগুলিতে দুই তারকার এক্সপ্রেশন কিন্তু দেখার মতো। কখনো বিরাটের গায়ে হেলান দিয়ে বাঁধভাঙা হাসি অনুশকার, আবার কখনো নবদম্পতির পারফেক্ট পোজ।

ব্রাইডমেডদের পাশে নিয়ে ছবি তুলেছেন বিরুষ্কা। বন্ধুরা কানে কানে কী বলছিলেন বিরুষ্কাকে। বিরাটের এক্সপ্রেশন কিন্তু অন্য কথা বলছে। যেন মোটেই পছন্দ হয়নি বন্ধুদের সাজেশন।

বিরাটের কালো কুর্তা-পাজামা আর অনুশকার ক্রিম রঙা এথনিক ড্রেস নজর কেড়েছে ফ্যানেদের।

ইনস্টাগ্রামে নবদম্পতির ‘রিঙ্গ সেরিমনি’র দিন তোলা কিছু ছবি শেয়ার করেছেন আনুশকা।

ইতালি থেকে খুব শীঘ্রই দেশে ফিরবেন বিরাট-অনুশকা। দেশের দুই শহরে এবার রিসেপশনের পালা। ২১ ডিসেম্বর দিল্লি এবং ২৬ ডিসেম্বর মুম্বইতে রিসেপশন হবে বিরুষ্কার।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics