Alexa বিরাট-রোহিত দ্বন্দ্ব!

ঢাকা, শুক্রবার   ২৩ আগস্ট ২০১৯,   ভাদ্র ৮ ১৪২৬,   ২১ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বিরাট-রোহিত দ্বন্দ্ব!

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৫৪ ১৯ জুলাই ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বিশ্বকাপে নিজের প্রত্যাশামত ফলাফল করতে পারেনি ভারত। সেমিফাইনালের মঞ্চে নিউজিল্যান্ডের বিপক্ষে হেরে বিদায় নিতে হয় তাদের। এরপরই দলের মধ্যকার দ্বন্দ্ব সামনে আসে। ভারতীয় ক্রিকেট দল অন্তঃদ্বন্দ্বে ক্ষতবিক্ষত। 

একটি কোহলি অন্যটি রোহিত গ্রুপ। হেড কোচ রবি শাস্ত্রী ছাড়াও বোলিং কোচ ভরত অরুণের নামও জড়িয়ে গিয়েছিল এই দ্বন্দ্বে। ভারতীয় ক্রিকেট বোর্ড গোটা বিষয়টি নিয়ে যথেষ্ট বিব্রত ছিল।

যদিও টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকে গোটা বিষয়টিকে একেবারে উড়িয়ে দেয়া হয়েছে। সামনেই ক্যারিবিয়ান সফর। তাই ভারতীয় বোর্ড চাইছে না এই বিতর্ক বড় আকার ধারণ করুক। সবচেয়ে বড় কথা বিরাট ক্যারিবিয়ান সফরে যেতে পারেন। 
প্রথমে শোনা গিয়েছিল, বিরাট ক্যারিবিয়ান সফরে সীমিত ওভারের ক্রিকেটে বিশ্রাম নিতে পারেন। কিন্তু পরিস্থিতি বদলেছে। আজ দল নির্বাচনের পরেই গোটা বিষয়টি পরিষ্কার হয়ে যাবে।
 
শিখর ধাওয়ান ও বিজয় শঙ্কর সুযোগ পাবেন কিনা নিশ্চিত নয়। টিম ম্যানেজমেন্ট দুই ক্রিকেটারের চোট নিয়ে ধোঁয়াশায়।‌‌

ডেইলি বাংলাদেশ/ববি/টিআরএইচ

Best Electronics
Best Electronics