Alexa বিরলে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর মরদেহ উদ্ধার

ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

বিরলে ক্ষুদ্র নৃগোষ্ঠী নারীর মরদেহ উদ্ধার

দিনাজপুর প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৩৭ ২৬ এপ্রিল ২০১৯   আপডেট: ১৩:৪৮ ২৬ এপ্রিল ২০১৯

দিনাজপুরে বিরল উপজেলার মহেশিবপুর এলাকায় ভুট্টাক্ষেত থেকে শুক্রবার সকালে এক ক্ষুদ্র নৃগোষ্ঠেী নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

নিহত সুমিত্রা মার্ডি ওই এলাকার বিস্তা মার্ডি’র স্ত্রী।

বিরল থানার ওসি এটিএম গোলাম রসুল বলেন, জগতপুর মহেশিবপুর এলাকায় একটি ভুট্টাক্ষেতের ভেতরে এক নারীর মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। মরদেহটি উদ্ধার করে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ওই নারী বৃহস্পতিবার বিকেলে শাক তোলার কথা বলে ঘর থেকে বাইরে যান। এরপর আর ফেরেননি। মরদেহের কান ও থুতনিতে আঘাতের চিহ্ন রয়েছে। এছাড়াও পিঠে আঁচড়ের চিহ্ন ও গলায় দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা তাকে হত্যা করে পালিয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ডেইলি বাংলাদেশ/জেডএম