বিপিএল এর চারটি স্পন্সর পেয়েছে বিসিবি
প্রকাশিত: ২০:৫৭ ১৪ অক্টোবর ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ
বঙ্গবন্ধু বিপিএলকে সামনে রেখে শেষ মুহূর্তে বেশ সরব হয়েছে বিসিবি।
আগামী তিন-চার দিনের মধ্যে ৭ দলের স্পন্সর পার্টনার নিয়োগের কাজ শেষ হয়ে যাবে বলে জানালেন বিপিএল গভর্নিং কাউন্সিলের অন্যতম সদস্য এবং টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
এরই মধ্যে দলের জন্য চারটির স্পন্সর পার্টনার মোটামুটি ঠিক হয়ে গেছে। বাকি আরও তিনটি স্পন্সর পার্টনার চূড়ান্ত করার কাজে এখন ব্যস্ত বিপিএল গভর্নিং কাউন্সিল।
আজ সোমবার সাংবাদিকদের জালাল ইউনুস জানান, যারা স্পন্সর পার্টনারের আবেদন সাবমিট করেছিল তারা আমাদের কাছে ইন্টারভিউ দিয়েছে, প্রায় পাঁচটা কোম্পানি দিয়েছে। তার মধ্যে চারটা মোটামুটি কনফার্ম। স্পন্সর পার্টনার হিসেবে যাদের আমরা নিতে পারি, তাদের সঙ্গে আমাদের আলাপ আলোচনা হয়েছে গত সপ্তাহে। হয়তো চার কোম্পানি এদের মধ্যে আছে। তিনটা বাকি আছে। দে আর সাপোজ টু কাম। হয়ত তিন-চার দিনের মধ্যে আমরা তাদের ইন্টারভিউ নেব।
এবার বিপিএল এ টিম স্পন্সরদের নাম বলতে গিয়ে তিনি জানান, এর মধ্যে চারটা কোম্পানি আছে, তাদের মধ্যে বাংলা টাইগার আইটি নামের আইটি কোম্পানি আছে। আখতার গ্রুপ আছে। সাগর করপোরেশন নামে একটা বিজনেস গ্রুপ আছে। আরেকটা মিডিয়া কোম্পানি আছে।
জালাল আরো বলেন, এখন চারটা মোটামুটি কনফার্ম। ফাইনাল কিছু হয়নি। ফাইনাল হবে যখন, এদের সঙ্গে নেগোসিয়েট করব আমরা, তখন। হয়ত এ মাসেই আমরা এগুলো ফাইনাল করে ফেলবো। এটা আটকে থাকবে না।
ডেইলি বাংলাদেশ/সালি