Alexa বিপিএলে দল পেলেন রিশাদ-লিখন

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২২ ১৪২৬,   ০৯ রবিউস সানি ১৪৪১

বিপিএলে দল পেলেন রিশাদ-লিখন

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:১৭ ২০ নভেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

বঙ্গবন্ধু বিপিএলের ড্রাফটে থাকলেও দল পাননি টাইগার ক্রিকেটার জুবায়ের হোসেন লিখন। আর ড্রাফটে নামই ছিলো না রিশাদ হোসেনের। তবে অবশেষে ভাগ্যের শিঁকে ছিড়লো এ দুই লেগস্পিনারের।

বিপিএলের এই সপ্তম আসরের প্রস্তুতির শুরু থেকেই লেগ স্পিনার ইস্যুতে বিসিবি বেশ সচেষ্ট ছিল। প্রতি দলে একজন লেগ স্পিনার বাধ্যতামূলক করার বিষয়ে বেশ কয়েকবার কথা বলেছেন খোদ বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। যে কয়জন লেগস্পিনার তার আলোচনায় উঠে এসেছিলো তাদের মধ্যে অন্যতম রিশাদ হোসেন ও জুবায়ের হোসেন লিখন।

রিশাদ ড্রাফটে ছিলেন না। আর ড্রাফটে থাকলেও কোনো দলই কেনেনি লিখনকে। তবে ড্রাফটে না থাকলেও তরুণ রিশাদ হোসেনকে দলে ভিড়িয়েছে রংপুর রেঞ্জার্স। বিষয়টি ড্রাফটের একদিন পরই নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।দলটির পরিচালক আকরাম খান ড্রাফটের বাইরে থেকে তাকে কিনে নেন।

এর একদিন পর বুধবার লিখনকে কেনার বিষয়টি ঘোষণা করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির পরিচালক হিসাবে আছেন জালাল ইউনুস। যদিও তাদের প্রথম চেষ্টা ছিলো রিশাদ হোসেনকে নেয়ার। কিন্তু তার আগেই আকরাম খান রিশাদকে কিনে নেন।

ডেইলি বাংলাদেশ/এম