Alexa বিপাকে জয়া...

ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২০,   মাঘ ৮ ১৪২৬,   ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

বিপাকে জয়া...

 প্রকাশিত: ১৪:৪১ ১২ ফেব্রুয়ারি ২০১৮   আপডেট: ১৫:০৮ ১২ ফেব্রুয়ারি ২০১৮

ভারতীয় নির্মাতাদের পছন্দের তালিকায় এখন জয়া আহসান। সে সুবাদে একের পর এক ছবিতে কাজ করে যাচ্ছেন তিনি। গত কয়েক বছর কলকাতায় বেশ ভালোই কাটছে তার। সেখানে পাল্লা দিয়ে বাড়ছে ছবির কাজ। তবে জয়া এবার ছবির কাজ নিয়ে টেনশনে পড়ে গেছেন। জানা গেছে, নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের নতুন ছবি ‘কণ্ঠ’ নিয়ে তার এই টেনশন।

এই ছবিতে জয়া আহসান চুক্তিবদ্ধ হন অনেক দিন আগেই। তখন শোনা গিয়েছিলো, জয়ার সঙ্গে এ ছবির প্রধান চরিত্রে অভিনয় করবেন কোয়েল মল্লিক। দীর্ঘ বিরতিতে বদলে গেছে ছবির অভিনয়শিল্পী। এতে জয়া থাকলেও নেই কোয়েল। যে চরিত্রে তার অভিনয় করার কথা ছিল, এখন সেই চরিত্রে অভিনয় করবেন জয়া। ছবির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয় করবেন পাওলি দাম।

শিগগির ‘কণ্ঠ’ ছবির কাজ শুরু করছেন জয়া। এতে তিনি কণ্ঠ থেরাপিস্ট। আর জয়ার আগের চরিত্র অভিনয় করছেন পাওলি।

গতকাল রোববার ডেইলি বাংলাদেশের সঙ্গে আলাপে জয়া বলেন, ওরা চাচ্ছে মার্চে ছবির শুটিং করতে। কিন্তু তখন আমার তিনটা কাজের শিডিউল দেওয়া। এই তিনটা শিডিউল নিয়ে বিপাকে আছি। আমার সঙ্গে তাদের আলোচনা চলছে। কিছুদিনের মধ্যে হয়তো শিডিউল মেলাতে পারবো।

ডেইলি বাংলাদেশ/জেডআই