Alexa বিদ্যুৎ কেড়ে নিল দুই যুবকের প্রাণ

ঢাকা, মঙ্গলবার   ২৩ জুলাই ২০১৯,   শ্রাবণ ৮ ১৪২৬,   ১৯ জ্বিলকদ ১৪৪০

বিদ্যুৎ কেড়ে নিল দুই যুবকের প্রাণ

বগুড়া প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২২:১৩ ২৬ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বগুড়ার দুপচাঁচিয়ায় বিদ্যুৎস্পৃষ্টে আমিনুর রহমান ও ইলিয়াস আলী নামে দুই যুবকের মৃত্যু হয়েছে। বুধবার সন্ধ্যার দিকে উপজেলার মোস্তফাপুর বড়কোল পেতাগাড়ী বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মৃত আমিনুর মোস্তফাপুর মধ্য দক্ষিণ পাড়া গ্রামের ফজলুল রহমানের ছেলে ও ইলিয়াস আলী একই গ্রামের আব্দুল মান্নানের ছেলে। তারা মোস্তফাপুর মধ্য দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা।

দুপচাঁচিয়া থানার ওসি মিজানুর রহমান জানান, উপজেলার মোস্তফাপুর বড়কোল পেতাগাড়ী বাজার এলাকার এনামুল হকের বাড়ির মিটার স্থানান্তরের সময় বিদ্যুৎস্পৃষ্টে আমিনুর রহমান ও ইলিয়াস গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দুপচাঁচিয়া উপজেলা স্থাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন। পরে ময়নাতদন্তের জন্য বগুড়া মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

ডেইলি বাংলাদেশ/আরএম