Alexa বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

বিদ্যুৎস্পৃষ্টে ২ ভাইয়ের মৃত্যু

 প্রকাশিত: ০৯:৪৩ ২৩ জুলাই ২০১৭  

নীলফামারীতে সেচ পাম্প চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে নীলফামারীর কিশোরীগঞ্জ উপজেলার দোলাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন উপজেলার উত্তরপাড়া গ্রামের সামছুল হকের ছেলে আব্দুল মালেক (৩০) ও আব্দুল খালেক (২৫)। রনচণ্ডি ইউনিয়নের চেয়ারম্যান মোখলেছুর রহমান জানান, শনিবার রাতে আব্দুল খালেক সেচ পাম্প চালু করতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। তার চিৎকারে বড় ভাই আব্দুল মালেক এগিয়ে গেলে তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে ঘটনাস্থলেই দুই ভাইয়ের মৃত্যু হয়। কিশোরীগঞ্জ উপজেলা পল্লী বিদ্যুতের সাব জোনাল অফিসের ইনচার্জ কামাল আহমেদ জানান, দুই ভাইয়ের মৃত্যুর খবর পেয়ে ওই এলাকার বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দেওয়া হয়েছে। ডেইলি বাংলাদেশ/আরকে