Alexa বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বিদ্যুতের খুঁটি সরাতে গিয়ে শ্রমিকের মৃত্যু

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:২৪ ৬ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

ফরিদপুরের চরভদ্রাসনে বিদ্যুৎস্পৃষ্টে সাইদুল শিকদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে উপজেলার সদর ইউপির এমপিডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

সাইদুল সাতক্ষীরার তালা উপজেলার জাতপুর ইউপির অনাদীপুর গ্রামের আবুল সিকদারের ছেলে।

সাইদুলের সহকর্মী আশীকুল ইসলাম জানান, এমপিডাঙ্গীর একটি ফসলি মাঠে বিদ্যুতের পুরনো স্টিলের খুঁটি সরিয়ে সিমেন্টের খুঁটি স্থাপন করছিলেন তারা। স্টিলের খুঁটি সরাতে গিয়ে পাশের ১১ হাজার ভোল্টের তারের সংস্পর্শে বিদ্যুৎস্পৃষ্ট হন সাইদুল। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ডেইলি বাংলাদেশ/এমআর