Alexa বিদেশ সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

ঢাকা, সোমবার   ১৯ আগস্ট ২০১৯,   ভাদ্র ৫ ১৪২৬,   ১৮ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বিদেশ সফরে যাচ্ছেন প্রধান বিচারপতি

 প্রকাশিত: ২১:৩১ ৬ সেপ্টেম্বর ২০১৭  

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ১০ সেপ্টেম্বর বিদেশ সফরে যাচ্ছেন। তিনি প্রথমে কানাডা যাবেন। সেখান থেকে জাপানে যাবেন। এরপর ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন।

তার অনুপস্থিতিতে প্রধান বিচারপতির কার্যভার দায়িত্ব পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞা।

রাষ্ট্রপতির আদেশক্রমে বুধবার আইন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা আগামী ১০ থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত অথবা যাত্রার তারিখ হতে পুনরায় স্বীয় কার্যভার গ্রহণ না করা পর্যন্ত প্রধান বিচারপতির কার্যভার পালন করবেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি আবদুল ওয়াহহাব মিঞা।

সংবিধানের ৯৭ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ আপিল বিভাগের কর্মে প্রবীণতম বিচারপতি ওয়াহহাব মিঞাকে এই দায়িত্ব প্রদান করেছেন।

এর আগে সুপ্রিমকোর্টের এক প্রশাসনিক আদেশে বলা হয়, প্রধান বিচারপতি ১০ সেপ্টেম্বর কানাডায় যাবেন। সেখানে বসবাসরত অসুস্থ মেয়েকে দেখার জন্য ১৭ সেপ্টেম্বর পর্যন্ত তিনি অবস্থান করবেন।

এরপর জাপানের প্রধান বিচারপতির আমন্ত্রণে ১৮ থেকে ২১ সেপ্টেম্বর পর্যন্ত টোকিওতে অনুষ্ঠেয় `কনফারেন্স অব চিফ জাস্টিস অব এশিয়া অ্যান্ড দ্য প্যাসিফিক` সম্মেলনে অংশগ্রহণ করবেন তিনি।

জাপান সফরকালে প্রধান বিচারপতির সহধর্মিনী সুষমা সিনহা ও আপিল বিভাগের রেজিস্ট্রার মো. জাকির হোসেন তার সফরসঙ্গী হবেন। এ সম্মেলন শেষে তিনি ২২ সেপ্টেম্বর দেশে ফিরবেন। কানাডা ভ্রমণের জন্য ১০ সেপ্টেম্বর বা এর নিকটবর্তী তারিখে ঢাকা ত্যাগ করবেন প্রধান বিচারপতি।


ডেইলি বাংলাদেশ/আরএ

Best Electronics
Best Electronics