Alexa বিদেশে হচ্ছে ৯টি প্রেস উইং

ঢাকা, শনিবার   ২৪ আগস্ট ২০১৯,   ভাদ্র ৯ ১৪২৬,   ২২ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বিদেশে হচ্ছে ৯টি প্রেস উইং

 প্রকাশিত: ১৭:৫৩ ৭ জুন ২০১৮  

ফাইল ফটো

ফাইল ফটো

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেছেন, আগামী অর্থ বছরে বিশ্বব্যাপী বাংলাদেশকে ব্র্যান্ডিং করতে বিদেশি মিশনে ৯টি প্রেস উইং খোলার উদ্যোগ নেয়া হয়েছে।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ’ শিরোনামে এ বাজেট পেশ করেন তিনি।

দশম সংসদের ২১তম অধিবেশন আওয়ামী লীগ সরকারের চলতি মেয়াদের শেষ বাজেট প্রস্তাবনা পেশ করেন।

অর্থমন্ত্রী জানান, বিশ্বব্যাপী বাংলাদেশকে ব্র্যান্ডিং করার লক্ষ্যে মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচিত ১০টি বিশেষ উদ্যোগ বিষয়ে ব্যাপক প্রচারণার ব্যবস্থা নেয়া হয়েছে। প্রেস ও মিডিয়ার সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে প্রত্যেক জেলায় ‘তথ্য কমপ্লেক্স’ নির্মাণের কাজ শুরু করেছি।

এছাড়া, বিদেশে বাংলাদেশ মিশনসমূহে ৯টি নতুন প্রেস উইং খোলার উদ্যোগ নেয়া হয়েছে।

তথ্যের অবাধ প্রবাহ ও জনগণের তথ্য প্রাপ্তির অধিকার নিশ্চিত করতে আমরা শিশু ও নারী উন্নয়নে যোগাযোগ কার্যক্রম, ময়মনসিংহ ও গোপালগঞ্জে ২টি ১০ কিলোওয়াট এফএম বেতার কেন্দ্র স্থাপন এবং বাংলাদেশ টেলিভিশনের ৬টি পূর্ণাঙ্গ টিভি কেন্দ্র নির্মাণ কার্যক্রম বাস্তবায়ন করতে যাচ্ছি।

২০১৮-১৯ অর্থবছরে এবার প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৪ লাখ ৬৪ হাজার ৫৭৩ কোটি টাকা। এর মধ্যে উন্নয়ন বাজেটের মোট আকার ধরা হয়েছে ১ লাখ ৭৯ হাজার ৬৬৯ কোটি টাকা। প্রস্তাবিত অনুন্নয়ন বাজেটে ব্যয় ধরা হয়েছে ২ লাখ ৮২ হাজার ৪১৫ কোটি টাকা।

ডেইলি বাংলাদেশ/এমআরকে

Best Electronics
Best Electronics