Alexa বিতর্কিত কঙ্গনা!

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বিতর্কিত কঙ্গনা!

 প্রকাশিত: ১৪:১৯ ১৯ আগস্ট ২০১৮   আপডেট: ১৪:১৯ ১৯ আগস্ট ২০১৮

কঙ্গনা রানাউত

কঙ্গনা রানাউত

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। ব্যক্তি জীবনে অনেকবারই বিতর্কে জড়িয়েছেন তিনি। তবে আবারো নতুন বিতর্কে জড়ালেন বলিউডের এই অভিনেত্রী।

একটি রিয়েল এস্টেট প্রতিষ্ঠান দাবি, ২০১৭ সালের সেপ্টেম্বরে কিছু সম্পত্তি কেনেন কঙ্গনা। কিন্তু তাদের মধ্যস্থতাকারীর ফি পুরোপুরি পরিশোধ করেননি তিনি। আর তাই এ বিষয়টি নিয়ে কঙ্গনাকে তলব করেছে মুম্বাই পুলিশ। ভারতীয় গণমাধ্যম এমন খবর প্রকাশ করেছেন।

যদিও কঙ্গনা বলেছেন, চুক্তি অনুযায়ী ফি পরিশোধ করেছেন তিনি। বিষয়টি আমার ফিন্যান্স টিম দেখছে। অভিযোগকারীদের ইন্ডাস্ট্রি স্ট্যান্ডার্ড অনুযায়ী ১ শতাংশ মধ্যস্থতাকারী ফি দেয়া হয়েছে যা প্রায় ২২ লাখ রুপি।

তিনি আরো বলেন, মধ্যস্থকারীরা ২ শতাংশ দাবি করছে। কিন্তু কখনোই ২ শতাংশ ফি প্রদানের সিদ্ধান্ত হয়নি। ব্যাংকের মাধ্যমে অর্থ প্রদান করা হয়েছে এবং সকল কাগজপত্র রয়েছে।

এ বিষয়ে গত জুলাইয়ের শেষে মুম্বাইয়ের খার থানায় অভিযোগ করেছিলেন রিয়েল এস্টেটের এক ব্যক্তি। কঙ্গনা যে সম্পত্তি কিনেছেন তা মুম্বাইয়ের বান্দ্রার পালি হিলে অবস্থিত। এর মূল্য ২০.০৭ কোটি রুপি।

ডেইলি বাংলাদেশ/টিএএস

Best Electronics
Best Electronics