Alexa বিজয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জাপা চেয়ারম্যানের 

ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২০,   মাঘ ১০ ১৪২৬,   ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

বিজয়ের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহবান জাপা চেয়ারম্যানের 

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:৪৩ ১৫ ডিসেম্বর ২০১৯  

ফাইল ফটো

ফাইল ফটো

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা গোলাম মোহাম্মদ কাদের। একইসঙ্গে তিনি সব ভেদাভেদ ভুলে মহান বিজয় দিবসের চেতনায় সুখী, সমৃদ্ধশালী পল্লীবন্ধুর নতুন বাংলাদেশ গড়তে সবার প্রতি উদাত্ত আহবান জানিয়েছেন ।

রোববার রাজধানীর বনানী জাপা চেয়ারম্যানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহবান জানানো হয়।

মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেয়া বাণীতে স্বাধীনতা যুদ্ধের অবিসংবাদিত নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করেন জি এম কাদের । 

তিনি পরম শ্রদ্ধায় স্মরণ করেন বাংলাদেশের উন্নয়নের রুপকার যিনি মুক্তিযোদ্ধাদের জাতীর শ্রেষ্ঠ সন্তান বলে অভিহিত করেছেন সেই পল্লীবন্ধু হুসেইন মুহম্মদ এরশাদকে। এছাড়া মহান মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফিরাত ও মুক্তিযোদ্ধাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

জি এম কাদের বলেন, মহান মুক্তিযুদ্ধ আমাদের জাতীয় জীবনে এক গৌরবময় অধ্যায়। তাই মহান বিজয় দিবস প্রতিটি বাঙালির সামনে অত্যান্ত তাৎপর্যপূর্ণ।

পার্টির চেয়ারম্যান বলেন, দীর্ঘ ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধে শহীদের আত্মত্যাগ আর দুই লাখ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে অর্জিত বিজয় আমাদের অহংকার। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের বীরোচিত যুদ্ধ আমাদের এগিয়ে চলতে আজীবন অনুপ্রেরণা যোগাবে। মুক্তিযুদ্ধের চেতনা আমাদের দেশকে আরো উন্নত ও সমৃদ্ধ করতে শক্তি যোগায়।
 

ডেইলি বাংলাদেশ/এস.আর/এসএএম