Alexa বিকিনিতে সারার উষ্ণতা!

ঢাকা, শুক্রবার   ০৬ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

বিকিনিতে সারার উষ্ণতা!

বিনোদন ডেস্ক

 প্রকাশিত: ১২:৪১ ৭ জানুয়ারি ২০১৯   আপডেট: ১২:৪১ ৭ জানুয়ারি ২০১৯

সারা খান

সারা খান

এক সময় তারকাদের দেখা মিলত কেবল বড় পর্দার আলো-আঁধারিতে বা বড়জোর কোনো অনুষ্ঠানের মঞ্চে। পরে দূরদর্শনের দৌলতে তারকারা ড্রয়িংরুমে উপস্থিত হন। কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় সারাক্ষণই তারকার দেখা পেতে পারেন নেটিজেনরা। 

তারকাদের দিনযাপনের নানা মুহূর্তের সাক্ষী থাকেন নেটিজেনেরা। এই মুহূর্তে যেমন ভাইরাল গোয়াতে ভ্রমণরত টেলি তারকা সারা খানের বিকিনি পরিহিত ছবি। একটি, নয় একাধিক ছবি তিনি পোস্ট করেন তার ইনস্টাগ্রামে। আর তারপরেই তা হয়ে যায় ভাইরাল।

ছবিগুলিতে বিকিনি পরে নানা ভঙ্গিতে দেখা গিয়েছে সারাকে। প্রদতিটি ছবিতেই পড়েছে অসংখ্য লাইক ও কমেন্ট। একটি ছবির ক্যাপশনে তিনি মজা করে লিখে দেন, হিংসা করুন, এটা আমাকে বেড়ে উঠতে সাহায্য করবে। সঙ্গে স্মাইলি।

যা দেখে বোঝা যায় রীতিমতো মজাতেই তিনি ছুটি কাটাচ্ছেন। আর সেই ছুটি যাপনের মুহূর্ত শেয়ার করছেন সকলের সঙ্গে। 

২০০৭ সালে ‘স্বপ্না বাবুল কা... বিদাই’-এর মাধ্যমে দেশজোড়া খ্যাতি পান সারা। তার পর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি।  

ডেইলি বাংলাদেশ/টিএএস