Alexa বিকিনিতে জলে ভাসছেন শিল্পা, ভাইরাল হল ভিডিও

ঢাকা, বৃহস্পতিবার   ২১ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৭ ১৪২৬,   ২৪ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বিকিনিতে জলে ভাসছেন শিল্পা, ভাইরাল হল ভিডিও

বিনোদন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:৪৮ ১ নভেম্বর ২০১৯  

শিল্পা শেঠি

শিল্পা শেঠি

বিকিনি পরে পানির মধ্যে সময় কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী শিল্পা শেঠি। চুলে খোপা বেঁধে বিকিনি পরে শিল্পা যখন পানিতে নামেন, স্ত্রীর সেই ছবি দেখে প্রশংসায় ভরিয়ে দেন স্বামী রাজ কুন্দ্রা। এমনকী, বিকিনি পরে শিল্পা যে ‘হট’ অবতারে অবতীর্ণ হয়েছেন, তা স্পষ্ট করে দেন রাজ কুন্দ্রা।

শুধু বিকিনি পরে পানিতে নামাই নয়, ছেলে ভিয়ানকে নিয়ে পানির নীচে নামতেও দেখা যায় শিল্পাকে। ছোট থেকেই যে ছেলে ভিয়ানকে সাঁতার শেখাতে শুরু করেছেন শিল্পা, তা কিন্তু তার এই ভিডিও থেকেই বেশ স্পষ্ট হয়ে যায়।

সম্প্রতি বাড়িতে দীপাবলি পালন করেন শিল্পা শেঠি। স্বামী রাজ কুন্দ্রা, ছেলে ভিয়ান, মা এবং বোন শমিতা শেঠিকে নিয়ে দীপাবলির পুজা করে আলোর উৎসবে মেতে ওঠেন তিনি। নিজের সোশ্যালে সেই ছবি শেয়ারও করেন নায়িকা নিজেই।

বিকিনি পরে পানিতে শিল্পা শেঠির ভিডিওটি দেখতে >>>এখানে<<< ক্লিক করুন।

ডেইলি বাংলাদেশ/টিএএস