Alexa বিএসএমএমইউ’র ঘটনায় শাহবাগ থানায় মামলা

ঢাকা, মঙ্গলবার   ২৪ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৯ ১৪২৬,   ২৪ মুহররম ১৪৪১

Akash

বিএসএমএমইউ’র ঘটনায় শাহবাগ থানায় মামলা

নিজস্ব প্রতিবেদক  ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৫:৫৬ ১২ জুন ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) চিকিৎসক নিয়োগ পরীক্ষা বন্ধের দাবিতে আন্দোলনকারী চিকিৎসকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার রাতে শাহবাগ থানায় এ মামলা করেন বিএসএমএমইউ’র ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ডা. সৈয়দ মোজাফফর আহমেদ। বিশ্ববিদ্যালয়ে আন্দোলনের নামে অনাকাঙ্খিত পরিস্থিতি সৃষ্টিসহ ভিসির কার্যালয় ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে। 

মামলায় ১৫ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ৪০ জনকে আসামি করা হয়েছে। 

শাহবাগ থানার ওসি মো. আবুল হাসান বিষয়টি ডেইলি বাংলাদেশকে নিশ্চিত করেছেন। 

তিনি জানান, বিএসএমএমইউ’র ঘটনায় ভারপ্রাপ্ত প্রক্টর বাদী হয়ে রাতে একটি মামলা করেছেন। মামলায় ১৫ জনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামা আরো ৪০ জনকে আসামি করা হয়েছে। 

ডেইলি বাংলাদেশ/ইএ/এসবি/এমআরকে