Alexa বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২০,   মাঘ ৯ ১৪২৬,   ২৭ জমাদিউল আউয়াল ১৪৪১

Akash

বিএনপির সমাবেশে নেতাকর্মীদের ঢল

 প্রকাশিত: ১৬:১২ ২০ জুলাই ২০১৮   আপডেট: ১৬:১২ ২০ জুলাই ২০১৮

বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

বিএনপি'র বিক্ষোভ সমাবেশ

কারাবন্দি খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত সব মিথ্যা মামলা প্রত্যাহার, নিঃশর্ত মুক্তি ও চিকিৎসার দাবিতে বিক্ষোভ সমাবেশ করছে বিএনপি। 

শুক্রবার জুমার নামাজের পর থেকেই মূলত নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় অফিসের সামনের সড়কে নেতাকর্মীরা অবস্থান নিতে থাকেন। নগরীর বিভিন্ন স্থান থেকে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা মিছিল নিয়ে নয়াপল্টনে সমাবেশস্থলে আসেন। বিকেল ৩ টায় সমাবেশের আনুষ্ঠানিকতা শুরু হয়।

১৫ জুলাই সংবাদ সম্মেলনে সমাবেশের এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেদিন তিনি বলেছিলেন, দেশনেত্রীকে চিকিৎসা ও মুক্তি না দেয়া ও তার সঙ্গে অমানবিক আচরণ করার প্রতিবাদে শুক্রবার (২০ জুলাই) ঢাকাসহ সারা দেশে জেলা ও উপজেলা সদরে বিক্ষোভ সমাবেশ হবে। ঢাকায় বেলা ৩টায় নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ আহ্বান করছি।

সমাবেশে সভাপতিত্ব করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এরইমধ্যে নয়াপল্টনে নেতাকর্মীদের উপচে পড়া ভিড়। বিভিন্ন অঞ্চল থেকে নেতাকর্মীরা মিছিল নিয়ে এসেছেন সমাবেশ স্থলে। বিক্ষোভ সমাবেশ যেন রূপ নিয়েছে মহাসমাবেশে। স্লোগানে স্লোগানে মুখরিত কার্যালয়ের সম্মুখের সড়ক। 

এদিকে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিপুল সংখ্যক পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। 

ডেইলি বাংলাদেশ/এএএম/এমআরকে