Alexa বিএনপির মানববন্ধন কর্মসূচি চলছে

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৩ ১৪২৬,   ১৬ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

রোহিঙ্গাদের আশ্রয় দাবিতে

বিএনপির মানববন্ধন কর্মসূচি চলছে

 প্রকাশিত: ১১:১১ ৮ সেপ্টেম্বর ২০১৭  

ফাইল ছবি

ফাইল ছবি

নির্যাতনের মুখে মিয়ানমার থেকে পালিয়ে আসা মুসলিম নাগরিকদের বাংলাদেশে আশ্রয় দেওয়ার দাবিতে ঢাকাসহ সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি করছে বিএনপি।

আজ শুক্রবার সকাল ১০টা থেকে মানববন্ধন শুরু হয়েছে।

এর আগে বুধবার সকালে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দশম কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকার নবাবগঞ্জ উপজেলায় এক অনুষ্ঠানে তিনি এ কর্মসূচি ঘোষণা করেন।

সে সময় রিজভী আহমেদ বলেন, ‘মিয়ানমারের নিরাপত্তা বাহিনীর নির্মম সহিংসতায় হাজার হাজার রোহিঙ্গা আজ বাংলাদেশের নাফ নদের পাশে আশ্রয়ের জন্য দিনাতিপাত করছে। বিএনপির পক্ষ থেকে তাদের ওপর নির্যাতনের প্রতিবাদ, সেখান থেকে পালিয়ে আসা অসহায় রোহিঙ্গাদের আশ্রয় প্রদানের দাবিতে আগামীকাল শুক্রবার ঢাকাসহ সারা দেশে এক ঘণ্টার মানববন্ধন কর্মসূচি ঘোষণা করছি। সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত এ মানববন্ধন হবে। রাজধানীতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ কর্মসূচি পালিত হবে। ’

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ

Best Electronics
Best Electronics