Alexa বিএনপির পরিচিতি সভায় হট্টগোল, অবরুদ্ধ নেতারা

ঢাকা, বুধবার   ১৭ জুলাই ২০১৯,   শ্রাবণ ২ ১৪২৬,   ১৩ জ্বিলকদ ১৪৪০

বিএনপির পরিচিতি সভায় হট্টগোল, অবরুদ্ধ নেতারা

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৫:৫২ ১২ এপ্রিল ২০১৯   আপডেট: ০৫:৫৫ ১২ এপ্রিল ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

ঢাকা জেলা বিএনপির নবগঠিত কমিটির পরিচিতিসভায় নেতাদের সঙ্গে পদবঞ্চিতদের হাতাহাতির ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার নয়াপল্টনে ভাসানী ভবনে এ ঘটনা ঘটে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমানের সমর্থকদের মধ্যে এ হাতাহাতির ঘটনা ঘটে।

এদিন হট্টগোল চরম উত্তেজনার মধ্যে একপর্যায়ে সভা পণ্ড হয়ে যায়। পরে নবগঠিত কমিটির নেতাসহ কেন্দ্রীয় নেতাদের অবরুদ্ধ করে রাখেন পদবঞ্চিতরা।

অভিযোগ উঠেছে, এই কমিটিতে দলটির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের অনুসারীদের বেশি স্থান দেয়া হয়েছে। বাদ পড়েছেন দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আমান উল্লাহ আমানের সমর্থকেরা।

এ সময় আমানের সমর্থকেরা ভাসানী ভবনের দরজা ভেঙে ফেলার চেষ্টা করেন। একই সঙ্গে তারা ‘অবৈধ কমিটি, মানি না মানব না’; ‘আওয়ামী লীগের দালালরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন ধরনের স্লোগান দেন।

গত ২৭ মার্চ মো. সালাউদ্দিনকে সভাপতি ও খন্দকার আবু আশফাককে সাধারণ সম্পাদক করে ২৬৬ সদস্যের ঢাকা জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। 

জানা গেছে, ঢাকা জেলা কমিটিতে গয়েশ্বর চন্দ্র রায়ের নির্বাচনী এলাকা থেকে ৭৭ জন, দেওয়ান সালাউদ্দিনের এলাকা থেকে ৭২, আশফাকের এলাকা থেকে ৭৮, আমানউল্লাহ আমানের এলাকা থেকে ১৭, ধামরাই থেকে ২০ জনকে রাখা হয়েছে। কমিটিতে আমানপন্থীদের সংখ্যা কম থাকায় কমিটি ঘোষণার পর থেকেই ক্ষোভে ফুঁসছিল তারা।

নতুন কমিটির পরিচিতিসভায় বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবদুস সালাম আজাদ, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী, মো. সালাউদ্দিন ও খন্দকার আবু আশফাকসহ ঢাকা জেলা বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

ডেইলি বাংলাদেশ/এএএম/জেডআর