Alexa বায়োলজি অলিম্পিয়াডের সিলেট অঞ্চলিক কমিটি গঠন

ঢাকা, সোমবার   ২৬ আগস্ট ২০১৯,   ভাদ্র ১১ ১৪২৬,   ২৪ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বায়োলজি অলিম্পিয়াডের সিলেট অঞ্চলিক কমিটি গঠন

রায়হানুল নবী, সিকৃবি

 প্রকাশিত: ১৮:৫৪ ২৯ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৮:৫৪ ২৯ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশ বায়োলজি অলিম্পিয়াড (BDBO) এর সিলেট আঞ্চলের আংশিক কার্যকরী  কমিটি ঘোষণা করা হয়েছে ।

সভাপতি হিসেবে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) অ্যাকোয়াটিক রিসোর্স ম্যানেজমেন্ট বিভাগের অধ্যাপক ড. মৃত্ত্যুঞ্জয় কুন্ডু এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষি অনুষদের তোহিদুর রহমান এর নাম ঘোষণা করা হয়েছে। এছাড়াও সহ-সভাপতি হিসেবে আছেন সিকৃবির ক্রপবোটানি ও টি টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ড. শরিফুন্নেছা মুনমুন এবং কার্যকরী সদস্য হিসেবে আছেন সিকৃবির ক্রপবোটানি ও টি টেকনোলজি বিভাগের ড. মোঃ মাসুদুর রহমান।

৯ মার্চ শনিবার অনুষ্ঠিত হতে যাওয়া “বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব ২০১৯” সিলেট অঞ্চলের জন্য এনজাইম (ভলান্টিয়ার) হিসেবে রেজিষ্ট্রেশন করা প্রায় শতাধিক এনজাইম এর উপস্থিতিতে সিকৃবির মাৎস্য বিজ্ঞান অনুষদের ৩য় তলার সম্মেলন কক্ষে ১৯টি পদের জন্য ৩৩ সদস্য বিশিষ্ট একটি কার্যকরী কমিটির আংশিক ঘোষণা করা হয়।

 উল্লেখ্য, ৯ মার্চ শনিবার সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে “বাংলাদেশ জীববিজ্ঞান উৎসব-২০১৯” এর সিলেট পর্ব।

 ডেইলি বাংলাদেশ/এমএইচ

Best Electronics
Best Electronics