Alexa বায়ার্ন-লেস্টার সিটির দাপুটে জয়

ঢাকা, সোমবার   ১৮ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩ ১৪২৬,   ২০ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বায়ার্ন-লেস্টার সিটির দাপুটে জয়

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৪:০৪ ১০ নভেম্বর ২০১৯  

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনালের বিপক্ষে দুর্দান্ত জয় পেয়েছে লেস্টার সিটি। কিং পাওয়ার স্টেডিয়ামে শনিবার ২-০ গোলে জিতেছে ব্রেন্ডন রজার্সের দল। 

শুরু থেকে বল দখলে এগিয়ে থাকা লেস্টার বিরতির আগে একের পর এক আক্রমণ করেও জালের দেখা পায়নি। দ্বিতীয়ার্ধের শুরুতে উইলফ্রেড এনডিডির শট ফেরে বারে লেগে। ৬৮তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন ভার্ডি।

দারুণ এক আক্রমণে ইউরি টিলেমানসের ক্রস থেকে বল পেয়ে নিখুঁত শটে লক্ষ্যভেদ করেন ইংলিশ ফরোয়ার্ড। চলতি মৌসুমে লিগে এটি তার একাদশ গোল। সাত মিনিট পর ভার্ডির পাস পেয়ে ডি-বক্সের বাইরে থেকে দুর্দান্ত এক শটে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাডিসন।

১২ ম্যাচে ৮ জয় ও ২ ড্রয়ে ২৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে উঠে এসেছে লেস্টার। সমান ম্যাচে মাত্র ৪ জয়ে ১৭ পয়েন্ট নিয়ে ছয়ে নেমে গেছে আর্সেনাল। ১১ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লিভারপুল।

এদিকে, বরুসিয়া ডর্টমুন্ডকে উড়িয়ে বুন্ডেসলিগায় জয়ে ফিরল বায়ার্ন মিউনিখ। ঘরের মাঠে শনিবার ৪-০ গোলে জয় পায় তারা। চ্যাম্পিয়ন্স লিগে অলিম্পিয়াকোসকে হারানোর পর টানা দ্বিতীয় জয় পেল বায়ার্ন।

১৭তম মিনিটে স্বাগতিকদের প্রথম গোল এনে দেন লেভানদোভস্কি। বাঁজামাঁ পাভার্দের ক্রসে ডাইভিং হেডে জাল খুঁজে নেন এই পোলিশ স্ট্রাইকার। চলতি মৌসুমে বুন্ডেসলিগায় এগারো ম্যাচের সবকটিতে জালের দেখা পেলেন তিনি। 

দ্বিতীয়ার্ধের দ্বিতীয় মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন জিনাব্রি। ৭৬তম মিনিটে টমাস মুলারের পাস থেকে নিজের দ্বিতীয় গোলটি করেন লেভানদোভস্কি। লিগে চলতি মৌসুমে এটি তার ষোড়শ গোল।

১১ ম্যচে লাইপজিগের সমান ২১ পয়েন্ট নিয়ে গোল পার্থক্যে পিছিয়ে পয়েন্ট তালিকার তিনে রয়েছে বায়ার্ন। 

ডেইলি বাংলাদেশ/আরএ