Alexa বাড়ির সামনে ইউপি সদস্য হত্যা, আটক ২

ঢাকা, বৃহস্পতিবার   ১৪ নভেম্বর ২০১৯,   কার্তিক ২৯ ১৪২৬,   ১৬ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বাড়ির সামনে ইউপি সদস্য হত্যা, আটক ২

সিরাজগঞ্জ প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৪:০২ ৩ নভেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সিরাজগঞ্জে বাড়ির সামনে ইউপি সদস্য হত্যার ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে। শনিবার রাতে জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়।

আটকরা হলেন নিহত বকুল হায়দারের সহযোগী মোটরসাইকেলচালক ও পল্লী বিদ্যুতের পরিচালক রফিকুল ইসলাম ও আজিবর রহমান।

সিরাজগঞ্জ সদর থানার ওসি রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, খুনের ঘটনার পর আজিবর রহমানকে মোটরসাইকেলের পাশে দাঁড়িয়ে রফিকুলকে মোবাইলে কথা বলতে দেখা যায়। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলমান রয়েছে।

এর আগে শনিবার ওই ইউপির পিপুলবাড়িয়া-দত্তবাড়ি সড়কের মোন্তাজেরের বাড়ির সামনে বকুল হায়দারকে হত্যা করা হয়। নিহত বকুল হায়দার বাগবাটী ইউপির ৫নম্বর ওয়ার্ড থেকে পাঁচবার নির্বাচিত মেম্বার ও ইউপি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

ওসি আরো জানান, ধারণা করা হচ্ছে পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে। তবে হত্যাকারীদের গ্রেফতারে অভিযান চলছে।

ডেইলি বাংলাদেশ/জেএস