Alexa বাড়িতে মায়ের লাশ রেখে জেডিসি পরীক্ষায় মেয়ে

ঢাকা, বুধবার   ২০ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৬ ১৪২৬,   ২৩ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বাড়িতে মায়ের লাশ রেখে জেডিসি পরীক্ষায় মেয়ে

শিক্ষাঙ্গন ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৭:২৮ ৭ নভেম্বর ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

বাড়িতে মায়ের লাশ রেখে পরীক্ষায় অংশ নিয়েছে এক জেডিসি পরীক্ষার্থী। তার নাম জেমি আক্তার। ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার সমিরউদ্দিন স্মৃতি মহাবিদ্যালয়ের ২০১নং কক্ষে মাদরাসা শিক্ষাবোর্ডের অধীনে বিশ্রামপুর দাখিল মাদরাসা থেকে জুনিয়র দাখিল পরীক্ষা (জেডিসি) দিচ্ছে সে। 

বৃহস্পতিবার মায়ের লাশ বাড়িতে রেখে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে পরীক্ষায় অংশ নিয়েছে ওই পরীক্ষার্থী। জেমি আক্তার বালিয়াডাঙ্গী উপজেলার ভানোর ইউনিয়নের বিশ্রামপুর আগাটলা গ্রামের আব্দুল কুদ্দুসের মেয়ে। 

কেন্দ্র সচিব ও বড়পলাশবাড়ী আলিম মাদরাসার অধ্যক্ষ কুসুম উদ্দীন জানান, পুরো ৩ ঘণ্টা-ই পরীক্ষা দিয়েছেন ওই পরীক্ষার্থী। পরীক্ষা ভালো হয়েছে বলে জানিয়েছে জেমি। 

পরীক্ষার্থীর ভাই খাদেমুল ইসলাম জানান, গত দেড় বছর ধরে ক্যান্সারে আক্রান্ত ছিলেন তার মা রোকেয়া খাতুন। গত তিন মাস হলো গুরুতর অসুস্থ অবস্থায় শয্যাশায়ী ছিলেন তিনি।

বৃহস্পতিবার ভোরে আনুমানিক সাড়ে ৩টা থেকে ৪টার সময় তিনি মারা যান। দুপুরে নামাজে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে মা রোকেয়া খাতুনকে। সকালে খালি মুখে চোখে জল নিয়ে পরীক্ষা দিতে গেছে তার আদরের ছোট বোন জেমি আক্তার। মাকে হারিয়ে ভাইবোন দুজনেই অসহায় হয়ে গেলেন বলে দুঃখ প্রকাশ করেন খাদেমুল। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ