Alexa বাড়ছে দেশের গড় তাপমাত্রা

ঢাকা, রোববার   ২১ জুলাই ২০১৯,   শ্রাবণ ৬ ১৪২৬,   ১৭ জ্বিলকদ ১৪৪০

বাড়ছে দেশের গড় তাপমাত্রা

 প্রকাশিত: ১৩:১৩ ২৩ মার্চ ২০১৮  

ফাইল ছবি

ফাইল ছবি

বৈশ্বিক উষ্ণতার প্রভাবে ক্রমাগত বাড়ছে বাংলাদেশের গড় তাপমাত্রা। বিশেষজ্ঞরা বলছেন, প্রাকৃতিক কারণে দেশের তাপমাত্রা যতটা না বাড়ছে, তার চেয়ে বেশি বাড়ছে মানুষের কারণে।

দ্রুত নগরায়ণ, সবুজ কমে যাওয়া, নদী-খাল জলাভূমি দখল ও ভরাটের অন্যতম কারণ। এর সাথে আছে শিল্পোন্নত বিশ্বের মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ। আবহাওয়ার এই বৈরী আচরণ মোকাবেলায় এখনই সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান বিশেষজ্ঞরা।

শীতকালে কম শীত। বৈশাখের আগেই কালবৈশাখী ঝড়। অতি বৃষ্টি বা অনাবৃষ্টি। এসবই আবহাওয়ার বিরূপ আচরণ। জলবায়ু পরিবর্তনের প্রভাবে বদলে যাচ্ছে বাংলাদেশের ছয় ঋতুর বৈচিত্র্যও।

বিশ্বজুড়েই বাড়ছে তাপমাত্রা। পৃথিবীর বায়ুমণ্ডল যত বেশি উত্তপ্ত হচ্ছে, পৃথিবীর মানুষ তত বেশি বিরূপ পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। ঝড় বৃষ্টি খড়া তুষারপাতের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করতে হচ্ছে প্রতিনিয়ত। উত্তর মেরুর বরফখন্ড গলছে অস্বাভাবিকভাবে। বাড়ছে সাগরের উচ্চতা। অনেক দেশের ভূখন্ড তলিয়ে যাওয়ার আশংকার কথা বহুদিন ধরেই বলে আসছেন বিশেষজ্ঞরা। এমন ঝুঁকিতে রয়েছে বাংলাদেশও।

আবহাওয়াবিদদের তথ্যমতে, বাংলাদেশে গত কয়েক দশকে তাপমাত্রা গড়ে প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস বেড়েছে। তাদের আশংকা, বৈশ্বিক উষ্ণতা বাড়ার এ ধারা অব্যাহত থাকলে আগামী পাঁচ ছয় দশকে বাংলাদেশের তাপমাত্রা বর্তমানের চেয়ে আরো ৫ থেকে ৬ ডিগ্রি বাড়তে পারে।

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় মানুষকে সচেতন করতে এ বছর বিশ্ব আবহাওয়া দিবসের প্রতিপাদ্য করা হয়েছে ওয়েদার-রেডি, স্মার্ট ক্লাইমেট।

গত বছরের চেয়ে এবার তাপমাত্রা বাড়তে পারে বলেও জানান এই আবহাওয়াবিদরা।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ