Exim Bank
ঢাকা, সোমবার ২১ মে, ২০১৮
iftar
বিজ্ঞাপন দিন      

বাহরাইনে দেয়াল চাপায় বাংলাদেশি শ্রমিক নিহত

 নিউজ ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০৬:৪০, ১৬ মে ২০১৮

আপডেট: ০৮:৪৩, ১৬ মে ২০১৮

২৩৬ বার পঠিত

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

বাহরাইনে দেয়াল চাপায় প্রশান্ত মন্ডল নামে এক বাংলাদেশি শ্রমিকদের নিহত হয়েছেন।

রোববার বাংলাদেশ সময় বিকেল ৩টার দিকে কাজ করা সময় দেয়ালে চাপা পড়লে ঘটনাস্থলেই মারা যান তিনি।

প্রশান্ত মন্ডল সিরাজদীখান উপজেলার কেয়াইন ইউনিয়নের ছোট শিকারপুর গ্রামের অখিল মন্ডলের ছেলে।

প্রশান্তের বাবা অখিল মন্ডল জানান, রোববার সকাল ৯টায় আমার সাথে ওর শেষ কথা হয়। কিন্তু বিকেল ৪টায় আমার ভাই জয় মন্ডল বাহরাইন থেকে ফোন করে জানায়- প্রশান্ত দুর্ঘটনায় মারা গেছে।

তিনি জানান, প্রশান্ত দুই বছর আগে বাইরাইন যায় এবং একটি কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি নেয়। দুই সন্তানের মধ্যে প্রশান্ত সবার ছোট। তার মৃত্যুর খবরে বাড়িতে শোকের ছায়া নেমে এসেছে।

সিরাজদীখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম জানান, বিষয়টি শুনেছি। তবে সেটা বিদেশ কি না বা সিরাজদীখানের তা জানি না। নিহতের পরিবার থেকে এখনো কেউ যোগাযোগ করেনি। যোগাযোগ করলে আমাদের যা করণীয় করবো।

ডেইলি বাংলাদেশে/আরএ

সর্বাধিক পঠিত