Alexa বাল্য বিবাহ প্রতিরোধে সাইকেল ক্যাম্পেইন 

ঢাকা, বৃহস্পতিবার   ০৫ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২১ ১৪২৬,   ০৮ রবিউস সানি ১৪৪১

বাল্য বিবাহ প্রতিরোধে সাইকেল ক্যাম্পেইন 

সাতক্ষীরা প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৪০ ১১ মার্চ ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সাতক্ষীরার ব্রহ্মরাজপুরে সোমবার দুপুরে মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধে বাই সাইকেল ক্যাম্পেইন হয়েছে।

‌‘মেয়েদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা বাল্য বিবাহ বন্ধ করার সবচেয়ে ভালো উপায়’ এই স্লোগানকে সামনে রেখে ডি বি ইউনাইটেড হাইস্কুলে মানব পাচার ও বাল্য বিবাহ প্রতিরোধে বাইসাইকেল ক্যাম্পেইন হয়।

বাইসাইকেল ক্যাম্পেইনটি ডি বি ইউনাইটেড হাইস্কুল থেকে ব্রহ্মরাজপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বিদ্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে বিদ্যালয়ের সম্মেলন কক্ষে মানব পাচার ও বাল্য বিবাহের ওপরে আলোচনা সভা হয়। 

এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক মো. মমিনুর রহমান। বক্তব্য রাখেন অগ্রগতি সংস্থার অ্যাডভোকেসি অফিসার সেলিমুর রহমান,  মো. আলমগীর হোসেন, সহকারী শিক্ষক মো. ফয়জুল হক প্রমুখ।

প্রধান শিক্ষক বলেন, মানব পাচার ও বাল্য বিবাহ রোধে সবাইকে সচেতন থাকার পাশাপাশি এর কুফল সম্পর্কে আরো প্রচার প্রসার চালাতে হবে।  

ডেইলি বাংলাদেশ/এমকে