বালিয়াকান্দিতে পাওয়ার টিলার উল্টে কৃষক নিহত
বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১৪:৫৩ ২৪ মার্চ ২০২০

হাসপাতালে কৃষকের মরদেহ
রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাওয়ার টিলার উল্টে এক কৃষক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে ওই উপজেলার কোনাগ্রাম পশ্চিম পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত শামসু লস্কর ওই গ্রামের আলাউদ্দিন লস্করের ছেলে।
নিহতের সুজন লস্কর জানান, জমিতে চাষ দেয়ার জন্য পাওয়ার টিলার নিয়ে যাচ্ছিলেন শামসু লস্কর। গড়াই নদীর কাছে চরে পাওয়ার টিলারটি উল্টে যায়। এতে তিনি গুরুতর আহত হন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার সময় তার মৃত্যু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, হাসপাতালে আনার আগেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।
ডেইলি বাংলাদেশ/এআর