Alexa বালিয়াকান্দিতে ট্রাকচাপায় নিহত ২

ঢাকা, বুধবার   ২১ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বালিয়াকান্দিতে ট্রাকচাপায় নিহত ২

বালিয়াকান্দি ও রাজবাড়ী প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:৫১ ৩০ জুলাই ২০১৯   আপডেট: ১৪:০০ ৩০ জুলাই ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রাকচাপায় এক ভ্যানচালক ও মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার বেলা সকালে উপজেলার নবাবপুর ইউনিয়নের আনন্দবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহতরা হলেন বালিয়াকান্দির নারুয়া ইউপির মধুপুর গ্রামের আব্বাস মণ্ডলের ছেলে মোটরসাইকেল আরোহী জামাল মণ্ডল ও ইসলামপুর ইউপির ঠাঁকুর নওপাড়া গ্রামের হোসেন শেখের ছেলে ভ্যানচালক ইসলাম শেখ।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা জানান, বালি বোঝাই একটি ডাম্প ট্রাক পাংশার হাবাসপুর থেকে বালিয়াকান্দির আঞ্চলিক সড়ক দিয়ে মাগুরার দিকে যাচ্ছিলো। ট্রাকটি আনন্দবাজার এলাকায় পৌঁছালে বাম পাশের একটি সড়ক থেকে একটি মোটরসাইকেল আঞ্চলিক সড়কে ওঠার সময় ট্রাকের নিচে চাপা পড়ে। এ সময় ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি ভ্যানকে চাপা দেয়। এতে মোটরসাইকেল ও ভ্যান দুমড়ে মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই ভ্যানচালক ও মোটরসাইকেল আরোহী মারা যান। পরে বালিয়াকান্দি থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মরদেহ দু’টি উদ্ধার করে থানায় নিয়ে যান।

তিনি আরো জানান, ঘাতক ট্রাক ও ট্রাকচালক পিকুলকে আটক করা হয়েছে। মরদেহ রাজবাড়ী সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। 

খবর পেয়ে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, মহিলা ভাইস-চেয়ারম্যান খোদেজা বেগম ও ইউএনও ইশরাত জাহান ঘটনাস্থল পরিদর্শন করেন।

ডেইলি বাংলাদেশ/জেএস

Best Electronics
Best Electronics