Alexa বালিশের কাভার থেকে মিললো ছয় হাজার ইয়াবা

ঢাকা, সোমবার   ১৭ ফেব্রুয়ারি ২০২০,   ফাল্গুন ৪ ১৪২৬,   ২২ জমাদিউস সানি ১৪৪১

Akash

বালিশের কাভার থেকে মিললো ছয় হাজার ইয়াবা

টেকনাফ(কক্সবাজার) প্রতিনিধি ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০২:০৪ ২৪ জানুয়ারি ২০২০  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে পাঁচ হাজার ৮৭৫ ইয়াবা, টাকাসহ এক নারীকে আটক করেছে বিজিবি। আটক নাছিমা আক্তার চৌধুরী পাড়ার আমির হোসেনের মেয়ে। 

বৃহস্পতিবার দুপুরে চৌধুরী পাড়ার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করা হয়।

বৃহস্পতিবার রাতে টেকনাফ ২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়সল হাসান খান বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে চৌধুরী পাড়ার নাছিমা আক্তারের বসতবাড়িতে ইয়াবা মজুদ রয়েছে বলে খবর পাওয়া যায়। এর ভিত্তিতে সেখানে দমদমিয়া বিওপি একটি বিশেষ টহলদল অভিযান চালায়।

ছবি: ডেইলি বাংলাদেশতিনি আরো জানান, এ সময় বালিশের কাভারের ভেতর থেকে পাঁচ হাজার ৮৭৫ ইয়াবা, ৩৬ হাজার টাকা ও চারটি মোবাইলসহ নাছিমাকে আটক করা হয়। উক্ত আলামতসহ নারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করে সংশ্লিষ্ট আইনে মামলা করা হবে বলে জানান তিনি।

ডেইলি বাংলাদেশ/আরএম