Alexa বাবার স্বপ্নকে সফল করতে চাই: জন

ঢাকা, মঙ্গলবার   ১৬ জুলাই ২০১৯,   শ্রাবণ ১ ১৪২৬,   ১২ জ্বিলকদ ১৪৪০

বাবার স্বপ্নকে সফল করতে চাই: জন

নওগাঁ প্রতিনিধি

 প্রকাশিত: ১৫:২৬ ১১ জানুয়ারি ২০১৯   আপডেট: ১৫:২৬ ১১ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

নওগাঁ সদর আসনের নব নির্বাচিত এমপি ব্যারিষ্টার নিজাম উদ্দীন জলিল জন জেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। 

শুক্রবার দুপুরে সাইকেল শোভাযাত্রা শেষে দলীয় কার্যালয়ে শুভেচ্ছা সমাবেশ হয়। এসময় দলের বিভিন্নস্তরের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। 

এমপি জন বলেন, আমাকে বিপুল ভোটে এমপি নির্বাচিত করায় সবার প্রতি কৃতজ্ঞ। এ আসনের সব সমস্যা সমাধানের জন্য নিরলসভাবে কাজ করে যাব। আমার বাবা আব্দুল জলিল সারাজীবন মানুষের কল্যাণে কাজ করে গেছেন। আমিও আমার বাবার মত সারাজীবন মানুষের সেবায় কাজ করতে চাই। বাবার স্বপ্ন যেন সফল করতে পারি এবং তার অসমাপ্ত কাজ করতে পারি এক্ষেত্রে সবার সহযোগিতা চাই।

এসময় উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বাবু নির্মল কৃষ্ণ সাহা, সাংগঠনিক সম্পাদক জাভেদ জাহাঙ্গীর সোহেল ও বিভাস মজুমদার গোপাল, পৌর আওয়ামী লীগের সভাপতি দেওয়ান ছেকার আহমেদ শিষান, জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলালীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী।

ডেইলি বাংলাদেশ/আরএম