Alexa ‘বাবারা এমনি হয়’

ঢাকা, বৃহস্পতিবার   ১৭ অক্টোবর ২০১৯,   কার্তিক ২ ১৪২৬,   ১৭ সফর ১৪৪১

Akash

‘বাবারা এমনি হয়’

বাসু দেব নাথ ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৩:২০ ২৩ জুন ২০১৯  

প্রতীকী ছবি

প্রতীকী ছবি

বাবারা এমনি হয়!
শ্রমে শ্রমে তার হাড়-দাড়া হয়েছে ক্ষয় 
সন্তানের জন্য তাদের মনে রয়েছে ভয়।
কারন সন্তানকে করতে হবে বড়,
তবে হোক না তাদের জীবন নড়বড়।

বাবারা এমনি হয়!
সকাল থেকে সন্ধ্যা যাদের ব্যস্ততায় রয়,
হাজার দুঃখ-বেদনা সহ্য করে নিরব মনে সয়।
সুখটুকু তারা খুজে পায় সন্তানের বদনে
তাদের ইচ্ছা গুলো মরে যায় শুষ্ক মনে-মনে।

বাবারা এমনি হয়!
বৃক্ষ যেমন সেবা দিয়ে চাইনা কোনো বিল
তাদের সাথে বৃক্ষের রয়েছে সহ্যশক্তির মিল। 
যদের গাড়ে চাপানো রয়েছে সংসারের চুন-তিল
তাদের বক্ষপেশীর ভিতরে রয়েছে নরম একটা দিল।। 

বাবারা এমনি হয়!
সন্তানের জন্য তাদের রয়েছে স্নেহের হৃদয়
যো স্নেহ হয় সুমধুর, সু-কোমল, চির-অক্ষয়।
তাই সু-সন্তানের কাছে তারা মহামানব হয়ে
সারাজীবন পূজিত হয় হৃদমাঝারে বয়ে।

ডেইলি বাংলাদেশ/টিআরএইচ