Alexa বান্দরবানে চার জনের মনোনয়ন ফরম বাতিল

ঢাকা, মঙ্গলবার   ২৮ জানুয়ারি ২০২০,   মাঘ ১৪ ১৪২৬,   ০২ জমাদিউস সানি ১৪৪১

Akash

বান্দরবানে চার জনের মনোনয়ন ফরম বাতিল

বান্দরবান প্রতিনিধি

 প্রকাশিত: ১৭:১৪ ২ ডিসেম্বর ২০১৮   আপডেট: ১৭:১৪ ২ ডিসেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বান্দরবানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়ন ফরম জমাদানকারী নয় জনের মধ্যে চার জনের ফরম বাতিল হয়েছে। এছাড়া তিন জনের মনোনয়ন ফরমের বৈধতা ঘোষণা ও দুই জনের ফরম স্থগিত করা হয়েছে।

রোববার সকালে বান্দরবান ডিসি কার্যালয়ে ডিসি ও জেলা রিটার্নিং কর্মকর্তা মো. দাউদুল ইসলাম যাচাই-বাছাই করেন। এ সময় জেলা নির্বাচন অফিসার মো. রেজাউল করিম, অ্যাডিশনাল ডিসি মো. আবুল কালামসহ আওয়ামী লীগ-বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীরা উপস্থিত ছিলেন।

বাতিলের তালিকায় -বিএনপির উম্মে কুলসুম সুলতানা লীনা, স্বতন্ত্র প্রার্থী ডনাই প্রæ নেলী, নাথান বম ও লক্ষীপদ দাশ রয়েছেন। এছাড়া, বিএনপি থেকে মনোনয়ন নেয়া জেলা বিএনপির সভাপতি মা ম্যাচিং ও ইসলামী ঐক্যের প্রার্থী মো. বাবুল হোসেনের  কাগজ পত্র আরো যাচাই-বাছাই করা হচ্ছে।

বৈধ ঘোষণা প্রাপ্তরা হলেন-আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিংপ্রæ জেরী ও  ইসলামী আন্দোলনের শওকতুল ইসলাম।

ডেইলি বাংলাদেশ/এমকেএ