Alexa বাদাম বিক্রির করেও সংসার চলে না

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বাদাম বিক্রির করেও সংসার চলে না

 প্রকাশিত: ১৪:৫০ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৬:৩৯ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

সহায় সম্পত্তিহীন দুস্থ এক বৃদ্ধ গজেন ঘোষ। না খেয়ে দিনযাপন করলেও ভিক্ষাবৃত্তিতে নামেননি। বরং বাদাম বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন। 

নাটোরের গুরুদাসপুর উপজেলার সিধুলী গ্রামের ননি ঘোষের ছেলে গজেন। ৪০ বছর ধরে বাদাম বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন। প্রস্রাবনালীতে মাংস বেড়ে যাওয়ায় গত ৬ বছর ধরে প্রতিদিন শতটাকার ওষুধ খেতে হয় তাকে। 

স্ত্রী ও তিন ছেলে নিয়ে তার পরিবার। এরমধ্যে ছোট ছেলে পরেশ বাবা মাকে কিছুটা দেখভাল করে। গজেনের স্ত্রীও অন্যের বাড়িতে গৃহকর্মীর কাজ করে তাকে রুজিরোজগারে সাহায্য করেন। এক শতক জায়গার ওপরে চারচালা টিনের ঘরই গজেন ও তার স্ত্রীর শেষ ঠিকানা বলে জানায় এলাকাবাসী।

বৃহস্পতিবার সকালে গুরুদাসপুর বাজারে গিয়ে দেখা যায়,বাদামের ডালা আর মাথায় ছাতা নিয়ে বসে থেকে বাদাম বিক্রি করছে গজেন। কুশল জিজ্ঞাসা করা হলে গজেন বলেন,প্রখর রোদে লোকজনের মুখগুলো ভাল করে দেখতে পাই না। এমনকি কানেও কম শুনি। মাত্র ১৫ টাকায় ১শ’ গ্রাম বাদাম বিক্রি করি। এভাবে সারাদিনে বাদাম বিক্রির করেও সংসার চলে না।

ডেইলি বাংলাদেশ/জেডএম

Best Electronics
Best Electronics