Alexa বাতাসে উড়ছে অসংখ্য ম্যাট্রেস! ভিডিও ভাইরাল

ঢাকা, মঙ্গলবার   ১৭ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ২ ১৪২৬,   ১৭ মুহররম ১৪৪১

Akash

বাতাসে উড়ছে অসংখ্য ম্যাট্রেস! ভিডিও ভাইরাল

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২১:৪৪ ২২ আগস্ট ২০১৯   আপডেট: ২১:৪৫ ২২ আগস্ট ২০১৯

ছবি- ভিডিও থেকে নেয়া

ছবি- ভিডিও থেকে নেয়া

বাতাস দিতেই মাঠের উপর দিয়ে উড়তে লাগল জমা করে রাখা ম্যাট্রেস। খোলা মাঠ দিয়ে উড়ে চলেছে একের এক ম্যাট্রেস! এটা কোনো সিনেমার দৃশ্য না। একেবারে বাস্তব দৃশ্য! অবশ্য সিনেমার একটা সংযোগ এতে রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কলোরাডোর (Colorado) এ ঘটনার ভিডিও ভাইরাল হয়ে গেছে।

এনডিটিভি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়েছে, এক ওপেন-এয়ার সিনেমা ইভেন্টের জন্য যুক্তরাষ্ট্রের কলোরাডোর স্টেপলটন এলাকার একটি পার্কের মাঠের ধারে ওই ম্যাট্রেসগুলি জড়ো করা হয়েছিল। কিন্তু বাতাস দিতেই সব লণ্ডভণ্ড হয়ে গেল মুহূর্তে। মাঠের উপর দিয়ে দৌড়তে লাগল ম্যাট্রেসগুলি!

সম্প্রতি সেখা‌নকার স্টেপলটন নামের এক জায়গায় একটি পার্কে আয়োজন করা হয়েছিল ওই খোলা ময়দানে চলচ্চিত্রের আসরের। তারপরই এই কাণ্ড। অনেকেই ছুটে যান ম্যাট্রেসগুলিকে থামাতে। কিন্তু দমকা হাওয়ায় সেই কাজ মোটেই সহজ ছিল না।

এনবিসি নিউজ জানিয়েছে, স্থানীয় বাসিন্দা রব মেনস ওই ভিডিও করে নাম দেন ‘দ্য গ্রেট ম্যাট্রেস মাইগ্রেশন ২০১৯'।

ইউটিউবে ভিডিওটি আপলোড হতেই ভাইরাল। এখনও পর্যন্ত ২ লাখেরও বেশি মানুষ দেখে ফেলেছেন ভিডিওটি। সেই সঙ্গে জমা পড়েছে বহু কমেন্টও।

একজন লেখেন, টাইটেল শুনে মনে হচ্ছে ডগলাস অ্যাডামসের কোনো বই। 
কেউ লেখেন, এটা মজাদার! সত্যিই অনবদ্য।

ডেনভার পোস্ট'কে রব মেনস বলেন, আমরা পুলে বসেছিলাম। এমন সময় আচমকা সেখানে উড়ে এল দুটি ম্যাট্রেস। প্রথমে ব্যাপারটা বিভ্রান্তিকর মনে হয়েছিল।

বৃহস্পতিবার থেকে রোববার চলার কথা ছিল ওই ‘বেড সিনেমা' আউটডোর ইভেন্ট।

রব মেনস বলেন, সব মিলিয়ে আমাদের সত্যিই খারাপ লাগছে ইভেন্টের আয়োজকদের জন‌্য। আমরা মনে করি এটা নিশ্চয়ই খুব ভাল হয়েছিল।

ভিডিও দেখুন এখানে

ডেইলি বাংলাদেশ/এমএস