ঢাকা সিটি নির্বাচন
বাণিজ্য মেলা দুই দিন বন্ধ রাখার নির্দেশ
প্রকাশিত: ০৪:২৬ ২৯ জানুয়ারি ২০২০ আপডেট: ০৯:০৯ ২৯ জানুয়ারি ২০২০

ফাইল ছবি
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুক্র ও শনিবার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।
মঙ্গলবার নির্বাচন কমিশন থেকে এ সংক্রান্ত একটি চিঠি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবকে পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচন আয়োজন উপলক্ষে নির্বাচনের আগের দিন ৩১ জানুয়ারি ও নির্বাচনের দিন ১ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা বন্ধ রাখার বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নিয়েছে। কমিশনের সিদ্ধান্তের আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এর আগে গত ১৬ জানুয়ারি ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের রিটার্নিং কর্মকর্তার দফতরে বাণিজ্যমেলা বন্ধ রাখতে চিঠি পাঠায় ডিএমপি। ডিএমপি কমিশনারের পক্ষে চিঠি দেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণ পদ রায়।
ডেইলি বাংলাদেশ/আরএইচ/টিআরএইচ