Alexa বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৫ ১৪২৬,   ১২ রবিউস সানি ১৪৪১

বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নের দাবি

 প্রকাশিত: ১৯:০৬ ২১ জুলাই ২০১৭  

বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ‘আইন ১৯৯১’ সংস্কার ও বাস্তাবায়নের দাবি জানিয়েছে ভাড়াটিয়া পরিষদ নামের একটি সংগঠন। শুক্রবার (২১ জুলাই) বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এ দাবি জানায় সংগঠনটি। মানববন্ধনে বক্তারা বলেন, ‘বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ ‘আইন ১৯৯১’ এর পুনঃবাস্তবায়ন না হওয়ায় বাংলাদেশের ৮০ শতাংশ ভাড়াটিয়া বাড়ি মালিকদের হাতে জিম্মি ও সীমাহীন শোষণের শিকার হচ্ছে। এ নির্যাতন ও শোষণ বন্ধের জন্য আমরা দীর্ঘদিন ধরে রাজপথে আন্দোলন করে আসছি।’ তারা বলেন, ‘নিম্ন-মধ্যবিত্ত মানুষের আয়ের ৬০ থেকে ৭০ ভাগ টাকা বাড়িওয়ালাদের পকেটে যাচ্ছে। ভাড়াটিয়ারা বাড়িওয়ালাদের অর্থনৈতিক নির্যাতনের শিকার হচ্ছে। তাই আমরা সরকারের কাছে জোড় দাবি জানাচ্ছি ভাড়াটিয়াদের কথা চিন্তা করে দ্রুত ভাড়া নিয়ন্ত্রণ ‘আইন ১৯৯১ সংস্কার ও বাস্তবায়ন করতে হবে।’ ভাড়াটিয়া পরিষদের সভাপতি বাহরানে সুলতান বাহারের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন, সংগঠনের নেতা মোস্তাফা, মায়া বেগম, শামীম, এনডিপির ভারপ্রাপ্ত মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা প্রমুখ। ডেইলি বাংলাদেশ/এসআই