Alexa বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমেছে

ঢাকা, রোববার   ১৭ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৩ ১৪২৬,   ২০ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বাজেটে প্রতিরক্ষা খাতে বরাদ্দ কমেছে

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১০:১০ ১৪ জুন ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

২০১৯-২০ অর্থবছরের জাতীয় বাজেটে প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর আওতাধীন বাহিনীগুলোর জন্য ৩২ হাজার ১০১ কোটি টাকা বরাদ্দ রাখার প্রস্তাব করা হয়েছে।

এ বরাদ্দ ২০১৮-১৯ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের তুলনায় ২ হাজার ৯৮৪ কোটি টাকা কম। তবে সংশোধিত বাজেটের তুলনায় ১ হাজার ৪০০ কোটি টাকা বেশি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এ তথ্য জানান।

প্রস্তাবিত বরাদ্দের মধ্যে ২৯ হাজার ২৮৫ কোটি টাকা পরিচালন ব্যয়, ১৪৮ কোটি টাকা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উন্নয়ন ব্যয়, ১ হাজার ২৯৮ কোটি টাকা অন্যান্য বাহিনীর জন্য ও ৩৮ কোটি টাকা সশস্ত্র বাহিনী বিভাগের জন্য রাখা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/জেডআর