Alexa বাজারে আসছে নতুন ভ্রমণ-ঘড়ি

ঢাকা, মঙ্গলবার   ২২ অক্টোবর ২০১৯,   কার্তিক ৬ ১৪২৬,   ২২ সফর ১৪৪১

Akash

বাজারে আসছে নতুন ভ্রমণ-ঘড়ি

তথ্যপ্রযুক্তি ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৩৪ ২৮ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এয়ারবাস করপোরেট জেটস (এসিজে) ও সুইস ব্র্যান্ড রিচার্ড মিল বের করলো নতুন ভ্রমণ-ঘড়ি। ‘আরএম ৬২-০১ ট্যুর বিলন ভাইব্রেটিং অ্যালার্ম এসিজে১’। 

এসিজে৩২০নিও মডেলের উড়োজাহাজের সঙ্গে নতুন ঘড়ির নকশা উন্মোচন করা হয়। শুরুতে ৩০টি কপি বাজারে ছাড়া হয়েছে।

বিমান উপযোগী হিসেবে ঘড়িটির নকশা করেছেন এসিজে’র হেড অব ক্রিয়েটিভ ডিজাইন সিলভেইন মারিয়া। 

প্রতিকূল আবহাওয়া থাকলে ব্যবহারকারিকে অ্যালার্ম দিয়ে জানিয়ে দেয়া। তবে এই ভাইব্রেশন শুধুই ঘড়ি ব্যবহারকারি অনুভব করতে পারবেন। 

এসিজে সভাপতি বেনোয়া ডেফর্জ বলেন, নতুন ও উদ্ভাবনি প্রযুক্তির প্রতি আবেগ থেকেই রিচার্ড মিলের সঙ্গে হাত মিলিয়েছি। গ্রাহকদের বরাবরই অন্যরকম অভিজ্ঞতা দেয়ার লক্ষ্য থাকে আমাদের। নতুন ভ্রমণ-ঘড়ি তৈরি করা তারই অংশ। 

ডেইলি বাংলাদেশ/এমকে