Alexa বাগেরহাটে উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপনে র‌্যালি

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

বাগেরহাটে উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপনে র‌্যালি

 প্রকাশিত: ১০:৪৮ ২২ মার্চ ২০১৮  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বাগেরহাটে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের স্বীকৃতি উদযাপনে র‌্যালি ও আলোচনাসভা হয়েছে।

বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসনের উদ্যোগে  শেখ হেলাল উদ্দিন স্টেডিয়াম থেকে র‌্যালি বের হয়ে শহরের সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা উদ্যানে এসে শেষ হয়।

র‌্যালিতে সমাজকল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. মোজাম্মেল হোসেন এমপি, মৎস্য  ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাড. মীর শওকত আলী বাদশা, ডিসি তপন কুমার বিশ্বাস, এসপি পঙ্কজ চন্দ্র রায়, স্থানীয় সরকারের উপ-পরিচালক মো. জহিরুল ইসলাম, সিভিল সার্জন অরুন চন্দ্র মন্ডল অংশগ্রহণ করেন।

ডেইলি বাংলাদেশ/জেডএম