বাগদান সারলেন পূজা!
বিনোদন ডেস্ক
ডেইলি-বাংলাদেশ ডটকম
প্রকাশিত: ১০:০৩ ২৪ ফেব্রুয়ারি ২০১৯

ছবি: সংগৃহীত
বাগদান সারলেন বলিউডের ‘জো জিতা ওহি সিকান্দার’ সিনেমাখ্যাত নায়িকা পূজা বেদি। ভ্যালেন্টাইন ডে’ এর দিনই প্রেমিক মানিকের সঙ্গে বাগদান করেছেন এ অভিনেত্রী।
ভারতীয় একাধিক গণমাধ্যম এমন খবরই প্রকাশ করেছে।
এর আগে পূজা বেদি ভালবেসে ঘর বেধেছিলেন ফারহান ফার্নিচারওয়ালার সঙ্গে। কিন্তু ২০০৩ সালে ডিভোর্স হয় তাদের। ফারহান-পূজার দুই সন্তান আলিয়া ও ওমর ফার্নিচারওয়ালা। তবে খুব শিগগির বলিউডে অভিষেক হতে যাচ্ছে আলিয়া ফার্নিচারওয়ালার।
কবে বিয়ে? এমন প্রশ্নে জবাবে ৪৮ বছর বয়সী অভিনেত্রী বলেন, চলতি বছরের শেষ দিকেই আমাদের বিয়ে হবে। তবে তারিখ এখনো নির্ধারণ করিনি। আলিয়ার শুটিং ও ছেলে ওমরের কলেজের ছুটির বিষয়টি মিলিয়ে তবেই তারিখ নিধারণ করা হবে।
ডেইলি বাংলাদেশ/টিএএস