Alexa বাকৃবিতে ভর্তি পরীক্ষা কাল

ঢাকা, মঙ্গলবার   ২০ আগস্ট ২০১৯,   ভাদ্র ৬ ১৪২৬,   ১৯ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বাকৃবিতে ভর্তি পরীক্ষা কাল

 প্রকাশিত: ১৬:২৬ ৯ নভেম্বর ২০১৮   আপডেট: ১৬:২৬ ৯ নভেম্বর ২০১৮

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

শনিবার অনুষ্ঠিত হবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ১৬ কেন্দ্রের মোট ২৩৯ কক্ষে একযোগে এ পরীক্ষা হবে।

এ বছর ছয়টি অনুষদের অধীনে ১ হাজার ২৩০ আসনের বিপরীতে ১২ হাজার ৬৯৪ জন শিক্ষার্থী ভর্তি পরীক্ষায় অংশগ্রহন করবে।

বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে ইতিমধ্যে আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে। এছাড়া ভর্তি কমিটির পক্ষ থেকে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে আসনবিন্যাসের তালিকা সাঁটানো থাকবে। ক্যাম্পাসে সবধরণের তথ্য ও সহযোগিতার জন্য শুক্রবার থেকেই বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে ‘হেল্প ডেক্স’বসানো হয়েছে।

ছাত্রবিষয়ক উপদেষ্টা অধ্যাপক মো. ছোলায়মান আলী ফকির ডেইলি বাংলাদেশকে বলেন, সুষ্ঠুভাবে পরীক্ষা গ্রহণে সবধরণের প্রস্তুতি নেয়া হয়েছে। থাকছে পরীক্ষায় অসৎ উপায় অবলম্বনের জন্য কঠোর শাস্তির বিধান। 

ডেইলি বাংলাদেশ/এমএইচ

 

  

 

Best Electronics
Best Electronics