Alexa বাউফলে জেএসসি পরীক্ষায় ৬পরীক্ষার্থী বহিস্কার

ঢাকা, বুধবার   ২৩ অক্টোবর ২০১৯,   কার্তিক ৮ ১৪২৬,   ২৪ সফর ১৪৪১

Akash

বাউফলে জেএসসি পরীক্ষায় ৬পরীক্ষার্থী বহিস্কার

 প্রকাশিত: ১৭:৩৮ ১০ নভেম্বর ২০১৮   আপডেট: ১৭:৩৮ ১০ নভেম্বর ২০১৮

ছবি ডেইলি বাংলাদেশ

ছবি ডেইলি বাংলাদেশ

পটুয়াখালির বাউফলে জেএসসি পরীক্ষায় নকল সরবরাহে ৩জন শিক্ষক ও নকলসহ ৬জন পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে।

শনিবার উপজেলার নওমালা আবদুর রশিদ খাঁন ডিগ্রী কলেজ কেন্দ্রে এই ঘটনা ঘটে।

নকল সরবরাহের অপরাধে বহিস্কৃত- বজলুর রহমান গার্লস সেমিনারী বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাওলানা আ. জব্বার, মহাশক্তি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সুগন্ধারানী ও পাতাবুনিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিক মো: আউয়াল খাঁন।

বহিস্কৃত পরীক্ষার্থীরা হলো  মোসা. সারমিন আক্তার ( রেজি নং-১৮১৫৭৬৯৩৮৭), মো. সজিব (রেজি নং-১৮১৫৭৬৯৫৩৪), মো. ইমরান ( রেজি নং- ১৮১৫৭৬৯৪৯০), তরিকুল ইসলাম (রেজি নং- ১৮১৫৭৬৯৫৯০), মো. মেহেদী হাসান সজিব (রেজি নং- ১৮১৫৭৬৯৫৩৫) ও মোসা. খাদিজা বেগম (রেজি নং- ১৮১৫৭৬৯৩৮৩)।

কেন্দ্র সচিব মো: নাসির উদ্দিন জানান, বিজ্ঞান পরীক্ষায় ৩জন শিক্ষককে নকল সরবরাহ করা এবং ৬ পরীক্ষার্থীকে নকল করার অপরাধে বহিস্কার করা হয়েছে।

ডেইলি বাংলাদেশ/এসকে