Alexa বাইক আরোহী কুকুরের মাথায় হেলমেট!

ঢাকা, বুধবার   ২০ নভেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ৫ ১৪২৬,   ২২ রবিউল আউয়াল ১৪৪১

Akash

বাইক আরোহী কুকুরের মাথায় হেলমেট!

সোশ্যাল মিডিয়া ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৩৮ ২৪ অক্টোবর ২০১৯   আপডেট: ১৮:৪১ ২৪ অক্টোবর ২০১৯

ফাইল ছবি

ফাইল ছবি

নিশ্চয় জানেন, বাইকে চড়লে আত্মরক্ষার জন্যই হেলমেট পরতে হয়। তাছাড়া এই আইন অমান্য করলে গুনতে হয় জরিমানাও। তাইতো বাইক আরোহী সবার মাথায়ই দেখা যায় হেলমেট।

কিন্তু সম্প্রতি ভাইরাল হলো কুকুরের হেলমেট পড়া ছবি। এই ছবি সোশ্যাল মিডিয়ায় বেশ ভালো সাড়া ফেলেছে। দিল্লির এই কুকুর তার প্রভুর সঙ্গে বাইকে করে যাচ্ছিলেন, ওই বাইক আরোহী নিজে হেলমেট পড়লেও নিজের পোষ্য কুকুরকেও নিরাপত্তার কারণে হেলমেট পড়িয়েছেন। সেই ছবি এক মহিলা টুইটার বাবহাকারী নিজের টুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন। এই ছবি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই লাইকের বন্যা শুরু হয়েছে।

নতুন করে মোটর বাইকের আইন আনার পরেই জরিমানা আকাশছোয়া হয়েছে। জরিমানার অঙ্ক হয়েছে দ্বিগুন। তবুও গাড়ি চালকরা এখনো আইন ভেঙে চলেছেন।এরই মাঝে এই ছবি সামনে আসায় বেশ জনপ্রিয়তা পেয়েছে নতুন করে। এমনিতেই দিল্লিতে মোটর বাইকের আইন বেশ কড়া, এই ছবি হয়তো বা নতুন কোনো বার্তা দিতে পারে দিল্লিবাসীকে।

ডেইলি বাংলাদেশ/এএ