Alexa বাংলাদেশ-ভারত গণমাধ্যম সহযোগিতা বাড়াতে চায়

ঢাকা, রোববার   ১৮ আগস্ট ২০১৯,   ভাদ্র ৪ ১৪২৬,   ১৭ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বাংলাদেশ-ভারত গণমাধ্যম সহযোগিতা বাড়াতে চায়

নিজস্ব প্রতিবেদক

 প্রকাশিত: ০৪:৩৭ ৩০ জানুয়ারি ২০১৯   আপডেট: ০৯:৫০ ৩০ জানুয়ারি ২০১৯

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

গণমাধ্যমের ক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের সহযোগিতা আরো বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেছেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ এবং বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার ড. আদর্শ সোয়াইকা। 

মঙ্গলবার বিকেলে সচিবালয়ের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় তারা উভয়ে দেশের গণমাধ্যমের ক্ষেত্রে সহযোগিতা আরো বৃদ্ধির প্রত্যয় ব্যক্ত করেন। 

বৈঠকে প্রতিবেশি দুই দেশের যৌথ উদ্যোগে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক দুইটি চলচ্চিত্র নির্মাণ বিষয়ে আলোচনা হয়। এছাড়া ভারতের সম্প্রচার সংস্থা প্রসার ভারতীর সঙ্গে বাংলাদেশ টেলিভিশনের মধ্যে সমঝোতা স্মারকের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়। 

আলোচনায় কলকাতায় বাংলাদেশের চলচ্চিত্র প্রদর্শনী এবং ঢাকায় ভারতীয় চলচ্চিত্র প্রদর্শনীর বিষয়টি স্থান পায়। 

বৈঠকে তথ্যসচিব আবদুল মালেক, ভারতীয় হাইকমিশন ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। 

ডেইলি বাংলাদেশ/জেডআর

Best Electronics
Best Electronics

শিরোনাম

শিরোনামকুমিল্লার বাগমারায় বাস-অটোরিকশা সংঘর্ষে নারীসহ নিহত ৭ শিরোনামবন্যায় কৃষিখাতে ২শ’ কোটি টাকার বেশি ক্ষতি হবে না: কৃষিমন্ত্রী শিরোনামচামড়ার অস্বাভাবিক দরপতনের তদন্ত চেয়ে করা রিট শুনানিতে হাইকোর্টের দুই বেঞ্চের অপারগতা প্রকাশ শিরোনামচামড়া নিয়ে অস্থিতিশীল পরিস্থিতি সমাধানে বিকেলে সচিবালয়ে বৈঠক শিরোনামডেঙ্গু: গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি ১৭০৬ জন: স্বাস্থ্য অধিদফতর শিরোনামডেঙ্গু নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন দুপুরে আদালতে উপস্থাপন শিরোনামডেঙ্গু রোগীর সংখ্যা কমছে: সোহরাওয়ার্দী হাসপাতালের পরিচালক শিরোনামইন্দোনেশিয়ায় ফেরিতে আগুন, দুই শিশুসহ নিহত ৭ শিরোনামআফগানিস্তানে বিয়ের অনুষ্ঠানে বোমা হামলা, নিহত বেড়ে ৬৩