Alexa বাংলাদেশ বিনিয়োগের উপযুক্ত স্থান

ঢাকা, মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০১৯,   অগ্রহায়ণ ২৫ ১৪২৬,   ১২ রবিউস সানি ১৪৪১

বাংলাদেশ বিনিয়োগের উপযুক্ত স্থান

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৯:৪২ ১১ জুলাই ২০১৯  

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগ করলে লাভবান হবেন। বাংলাদেশ সরকার দেশি-বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ সুবিধা দিচ্ছে। 

বৃহস্পতিবার  মালয়েশিয়ার কুয়ালালামপুরে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির উদ্যোগে আয়োজিত ‘শোকেস বাংলাদেশ-গো গ্লোবাল’-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায়  এসব কথা বলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। 

বাণিজ্য মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

টিপু মুনশি বলেন, বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার জন্য বাংলাদেশ সরকার ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করেছে। এখন দ্রুততম সময়ের মধ্যে বিনিয়োগকারীরা সব আনুষ্ঠানিকতা শেষ করতে পারছেন।  

চতুর্থবারের মতো আয়োজিত এ অনুষ্ঠানে সহায়তা দিয়েছে কুয়ালালামপুরের বাংলাদেশ দূতাবাস, মালয়েশিয়া সাউথ সাউথ অ্যাসোসিয়েশন ও মালয়েশিয়ার এক্সটার্নাল ট্রেড ডেভেলপমেন্ট।

অনুষ্ঠানে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রী ইনাম আহমেদ, মালয়েশিয়ার আন্তর্জাতিক বাণিজ্য ও শিল্প উপমন্ত্রী ড. ওয়াং কিয়াং মিং, বাংলাদেশের বায়রার সভাপতি বেনজির আহমেদ, মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত, উভয় দেশের বিশিষ্ট ব্যবসায়ী ও বিনিয়োগকারীরা অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

মালয়েশিয়ায় ‘শোকেস বাংলাদেশ-গো গ্লোবাল’-এ যোগদানের জন্য বাণিজ্যমন্ত্রী গতকাল বুধবার রাতে ঢাকা ছাড়েন। বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির প্রেসিডেন্ট সৈয়দ মোয়াজ্জেম হোসেনের আমন্ত্রণে এ অনুষ্ঠান উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী। 

ডেইলি বাংলাদেশ/এসএস/এমআরকে