বাংলাদেশ-পাকিস্তান সিরিজ দেখাবে যেসব চ্যানেল
প্রকাশিত: ১৫:৫১ ২২ জানুয়ারি ২০২০ আপডেট: ১৫:৫১ ২২ জানুয়ারি ২০২০

ফাইল ফটো
পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে রাতে দেশ ছাড়বে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ২৪ জানুয়ারি থেকে শুরু হবে ব্যাট বলের লড়াই। প্রতিটি ম্যাচ শুরু হবে স্থানীয় সময় বেলা দুইটায় (বাংলাদেশ সময় বেলা তিনটা)।
আগামী ২৪ জানুয়ারি প্রথম টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও পাকিস্তান। এর পরের দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৭ জানুয়ারি। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে লাহোরে।
বাংলাদেশ থেকে ম্যাচগুলো সরাসরি দেখা যাবে বিটিভি, জিটিভি ও মাছরাঙায়। এছাড়াও বিশ্বের অন্যান্য দেশ থেকেও সরাসরি উপভোগ করা যাবে ম্যাচগুলো।
একনজরে দেখে নিই যেসব চ্যানেলে সরাসরি দেখা যাবে বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ।
বাংলাদেশ: গাজী টিভি (জিটিভি), বিটিভি ও মাছরাঙা
ভারত: সনি সিক্স
পাকিস্তান: পিটিভি (PTV), সনি সিক্স ও টেন স্পোর্টস।
আমেরিকা: হটস্টার ইউএস
ক্যারিবিয়ান: ফ্লো স্পোর্টস ২ (Flow sports2)
ইংল্যান্ড ও আয়ারল্যান্ড: বিটি স্পোর্টস (BT Sports)
কানাডা: হটস্টার কানাডা (Hotstar Canada)
অস্ট্রেলিয়া: ফক্স স্পোর্টস (Fox Sports)
ইতালি: ইভেন্ট স্পোর্টস (Eventsports)
মোবাইল অ্যাপ: Smartcric, CricHD, bioscope, ও Rabitholebd.
ইউটিউব: Rabitholebd
ডেইলি বাংলাদেশ/এম