Alexa বাংলাদেশ ক্রিকেট দলকে এরশাদের অভিনন্দন

ঢাকা, শুক্রবার   ১৯ জুলাই ২০১৯,   শ্রাবণ ৪ ১৪২৬,   ১৫ জ্বিলকদ ১৪৪০

বাংলাদেশ ক্রিকেট দলকে এরশাদের অভিনন্দন

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ০০:৫৫ ১৮ জুন ২০১৯  

ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুর্দান্ত জয়ে বাংলাদেশ ক্রিকেট দলকে অভিনন্দন জানিয়েছেন বিরোধী দলীয় নেতা, সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। 

সোমবার রাতে এক অভিনন্দন বার্তায় তিনি ক্রিকেট বোর্ড, কোচসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান।

অভিনন্দন বার্তায় হুসেইন মুহম্মদ এরশাদ বলেন, শক্তিশালী ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৭ উইকেটের বিশাল জয়, এক অসাধারণ অর্জন। তিনি বলেন, আমাদের দামাল ছেলেরা এখন যেকোনো দলের বিরুদ্ধেই জয়ী হতে সক্ষম। 

আশা প্রকাশ করেন, জয়ের এই ধারাবাহিকতা বিশ্বকাপ ক্রিকেটের আগামী ম্যাচ গুলোতেও অব্যাহত থাকবে।

বাংলাদেশ ক্রিকেট দলের অবিস্মরণীয় জয়ে অনুরুপ অভিনন্দন জানিয়েছেন জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জি এম কাদের।

ডেইলি বাংলাদেশ/এসআর/আরএ