Alexa বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: কি বলছে আবহাওয়া?

ঢাকা, বৃহস্পতিবার   ২২ আগস্ট ২০১৯,   ভাদ্র ৭ ১৪২৬,   ২০ জ্বিলহজ্জ ১৪৪০

Akash

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচ: কি বলছে আবহাওয়া?

স্পোর্টস ডেস্ক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১২:২৬ ২০ জুন ২০১৯  

ফাইল ছবি

ফাইল ছবি

আজ বিকেল সাড়ে ৩টায় ট্রেন্ট ব্রিজে বাংলাদেশ মুখোমুখি হবে অস্ট্রেলিয়ার। সেমিফাইনালের মঞ্চে টিকে থাকতে বাংলাদেশের জন্য এই ম্যাচ জয় বেশ গুরুত্বপূর্ণ। তবে বাঁধা হতে পারে বৃষ্টি। বাংলাদেশ-অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে কি বলছে আবহাওয়া অফিস?

এবারের বিশ্বকাপে অন্যতম আলোচিত চরিত্র বৃষ্টি। বেশ কয়েকটা ম্যাচ পরিত্যক্ত করে তার প্রভাব জানান দিচ্ছে। বৃষ্টি তার উপস্থিতি জানান দিতে পারে এই ম্যাচেও। আবহাওয়া অফিস বলছে বিচ্ছিন্নভাবে বৃষ্টি হতে পারে আজ। তবে ম্যাচ ভেস্তে দেয়ার মতো প্রভাব বিস্তার করতে পারবে না।

অবশ্য, বিশ্বকাপের আসরে বাংলাদেশ-অস্ট্রেলিয়া মুখোমুখি লড়াইয়ের দিনে কড়কড়ে রোদ উঠলেও কথা হবে বৃষ্টি নিয়ে। সবশেষ দুটি আইসিসি টুর্নামেন্টেই এই দুই দলের ম্যাচে ছিল বৃষ্টির হানা। সেই দুই ম্যাচ থেকে পাওয়া একটি করে পয়েন্ট বড় ভূমিকা রেখেছিল বাংলাদেশের সামগ্রিক সাফল্যে। 

২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার-ফাইনাল আর ২০১৭ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে ওঠার পেছনে ওই একটি করে পয়েন্ট মহা মূল্যবান ছিল বাংলাদেশের কাছে। তবে এবার পয়েন্ট টেবিলের যা অবস্থা তাতে পয়েন্ট ভাগাভাগি হলে বাংলাদেশের জন্য ভালো কিছু নাও হতে পারে। তাই মাশরাফীদের সামনে জেতার বিকল্প নেই।

ডেইলি বাংলাদেশ/ববি/টিআরএইচ

Best Electronics
Best Electronics