Alexa বাংলাদেশে যা কিছু প্রথম

ঢাকা, শনিবার   ২১ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ৭ ১৪২৬,   ২২ মুহররম ১৪৪১

Akash

পরীক্ষা যুদ্ধে প্রস্তুতি (১০৯)

বাংলাদেশে যা কিছু প্রথম

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ২০:৩৮ ২৩ আগস্ট ২০১৯   আপডেট: ২১:২৯ ২৩ আগস্ট ২০১৯

ফাইল ফটো

ফাইল ফটো

যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাধারণ জ্ঞানের দক্ষতা আপনাকে এগিয়ে রাখবে অনেকখানি। সাধারণ জ্ঞানের নিয়মিত অনুশীলনই পরীক্ষায় ভাল করার একমাত্র উপায়। চলুন একনজরে দেখে নিই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন ও উত্তরঃ

★ বাংলাদেশের যা কিছু প্রথম - ২ ★


১. ডিজিটাল জেলা= যশোর 

২. ওয়াইফাই নগরী= সিলেট 

৩. প্রথম শিক্ষা কমিশন= কুদরাত -এ- খুদা শিক্ষা কমিশন

৪. মহিলা পুলিশ নিয়োগ= ১৯৭৪ 

৫. প্রথম ভাসমান হাসপাতালের নাম= জীবন তরী 

৬. টেস্টটিউব শিশুর মা= ফিরোজা বেগম 

৭. যুক্তরাষ্ট্রের কংগ্রেসনাল গোল্ড মেডেল লাভকারী= ড.মহম্মদ ইউনুস 

৮. প্রেসিডেন্ট= বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 

৯. প্রধানমন্ত্রী= তাজউদ্দিন আহমেদ 

১০.মহিলা জাতীয় অধ্যাপক= ড.সুফিয়া কামাল 

১১.সংস্থার সদস্য= কমনওয়েলথ

১২.প্রধান বিচারপতি= এ এস এম সায়েম 

১৩.গর্ভনর= এ এন এম হামিদুল্লাহ 

১৪.সংসদ নির্বাচন- ৭ মার্চ, ১৯৭৩ 

১৫. কারা প্রশিক্ষণ একাডেমি= রাজশাহী 

১৬. উপগ্রহ ভুকেন্দ্র= বেতবুনিয়া, রাঙ্গামাটি। 

১৭. নারী কারাগার= কাশিমপুর, গাজীপুর। 

১৮. মহিলা ডাক্তার= জোহরা বেগম কাজী 

১৯. ঢাবির প্রথম উপমহাদেশীয় ভিসি= স্যার এফ রহমান 

২০. প্রথম অলিম্পিক অংশগ্রহণ= ১৯৮৪ ,লস এঞ্জেলস

ডেইলি বাংলাদেশ/এমএইচ