Alexa বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ কানাডার ব্যবসায়ীদের

ঢাকা, সোমবার   ১৬ সেপ্টেম্বর ২০১৯,   আশ্বিন ১ ১৪২৬,   ১৬ মুহররম ১৪৪১

Akash

বাংলাদেশে বিনিয়োগের আগ্রহ কানাডার ব্যবসায়ীদের

নিজস্ব প্রতিবেদক ডেইলি-বাংলাদেশ ডটকম

 প্রকাশিত: ১৮:৫৫ ৪ সেপ্টেম্বর ২০১৯  

ছবি: ডেইলি বাংলাদেশ

ছবি: ডেইলি বাংলাদেশ

বাংলাদেশে আরো বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেছে কানাডার ব্যবসায়ী। টরেন্টোতে বাংলাদেশ কনস্যুলেট জেনারেল এবং অন্টারিও চেম্বার অব কমার্স (ওসিসি)-এর যৌথ আয়োজনে অনুষ্ঠিত বাংলাদেশ-কানাডা বিজনেস ফোরাম-২০১৯ এ আগ্রহ প্রকাশ করেন তারা। 

এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম ফোরামে স্বাগত বক্তব্যে বলেন, বাংলাদেশের সাম্প্রতিক অর্থনৈতিক অগ্রযাত্রার চিত্র তুলে ধরেন। সেই সঙ্গে বাংলাদেশ সরকারের দেয়া আকর্ষণীয় বিনিয়োগ সুবিধা গ্রহণ করে কানাডার ব্যবসায়ীদেরকে আরো বিনিয়োগের আহ্বান জানান তিনি।  

ফোরামে এফবিসিসিআই এবং ওসিসি-এর মধ্যে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে একটি সমঝোতা স্মারক সই হয়। এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম এবং ওসিসিসভাপতি মি. রকোরসি নিজ  প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে সই করেন।

সমঝোতা স্মারক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এবং অন্টারিওর অর্থনৈতিক উন্নয়ন,কর্মসংস্থান এবং বাণিজ্য বিষয়কমন্ত্রী মি. ভিক্টরফিডেলি।  
 
ডেইলি বাংলাদেশ/এসএস/টিএসআই/এমআরকে